বিশ্লষণ ও অনিবার্য্য একটি বৈপ্লবিক পরিবর্তন

লিখেছেন লিখেছেন রফিকুল ইসলাম ১২ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১৭:৩৩ দুপুর

আপদ মস্তকে দূর্নীতে চ্যাম্পিয়ান আওয়ামীলীগ বাংলাদেশের অতীত রেকর্ড ভঙ্গ করেছে। সর্বক্ষেত্রে দূর্নীতির মাত্রা বৃদ্ধি পেয়েছে কয়েকগুন। শুধু মাত্র ক্ষমতায় যাবার জন্য একটি ইসলামী দল খেলাফত মজলিশের একাংশের সাথে চুক্তিও সই করেছিল ক্ষমতায় আসলে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ করবে না। আওয়ামীলীগ আজ বেমালুম তা ভুলে গেছে। সর্বক্ষেত্রে ব্যর্থতার কারণে আ.লীগ এখন মেকিয়াভেলীর দর্শন অনুস্মরণ করছে। নিজেদের টিকিয়ে রাখতে রাষ্ট্রের সকল যন্ত্র ও সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করছে অগনতান্ত্রিক উপায়ে। অবিরাম নির্যাতন চালাচ্ছে সাধারণ জনগনের উপর। কিন্তু আ.লীগকে মনে রাখতে হবে পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে মেকিয়াভেলীর মতবাদ টেকেনি। সুতরাং আ.লীগকেও জনগনের কাছে নতি স্বীকার করতেই হবে। আর নর্তুকি দিয়ে নাচ গান করে কোন আন্দোলনকে কাউন্টার দেয়া যায় না; মতিভ্রমের কারণে এটি বোধ হয় আ.লীগ বুঝে উঠতে পারছে না। দলীয় লোকজনের ছত্রছায়ায় দেশের কয়েকটি এলাকায় যাত্রাদলের সস্তা গানওয়ালাদের দিয়ে গান গাইয়ে (যেখানে সর্বোচ্চ ৫-১০ জন দর্শক থাকে) খুব একটা লাভ হবে বলে মনে হয় না। দেশের জনগন ফুসে উঠেছে। একটি বৈপ্লবিক পরিবর্তন আবশ্যম্ভাবি।

বিষয়: বিবিধ

১১৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File