নতুন দিনের নতুন আশা,ফুটে উঠুক নতুন ভালবাসা। জীবনের সব গ্ল্যানি মুছে হোক শান্তির ফুলমেলা।

লিখেছেন লিখেছেন Hossain Al Irfan ০১ জানুয়ারি, ২০১৪, ০৯:৩৫:০৩ সকাল





জীবন হল সুখ দুঃখের খেলা

আশা তার একমাত্র ভেলা

জীবনের রঙ্গিন স্বপ্নে কত কিছু ঝুলে

আশা নিরাশার দোলাছলে

বুঝা যায় না বেলা ।

অনেকে খোঁজে খোজে হতাশ

পাই না স্বপ্নের স্নিগ্ধ বাতাস ।

জীবনের জল ছবি হারিয়ে যায় অবেলায়

বোঝা যায় না পরিবর্তনের স্নিগ্ধতা

বলা যায় না জীবনের

সুখ দুঃখ তরঙ্গের অবলীলা ।

তবু জানাতে হবে বিদায় পুরানকে

বরণ করে নিতে হবে আগত নতুন দিনকে।

বিষয়: সাহিত্য

১৭৫৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

157944
০১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File