মানবতাবাদী নাকি ভোগবাদী ?

লিখেছেন লিখেছেন Hossain Al Irfan ২১ জুন, ২০১৩, ০৪:১০:৫৯ বিকাল

মানবতাবাদী বা ভোগবাদীর কাজ হল ইংরেজীর 6 কে 9 মনে করা ।আর আপেলকে কমলা মনে করা । যৌক্তি হল আপেল ও গোল কমলা ও গোল তাই ,

এরা কি বিকৃত মস্তিষ্কের অধিকারী নই?

স্বাধীনতা বলে বলে নারীবাদী বা জেনাবাদীদের গলা শুকিয়ে গেছে দেখি । অনেকে উদাহারণ দে একজন পুরূষ চারজন স্ত্রী গ্রহন করতে পারলে একজন স্ত্রী কেন চারজন স্বামী গ্রহন করতে পারবে না ? দেখছেন কত নারী মর্যদা বুঝে । আগে উত্তর দিন চারজন পুরূষ চারগ্লাস দুধ নিল এইবার একটি জগ এ রাখল এইবার বলেন কার গ্লাস এর দুধ কোনগুলো ? আর যারা হুরকে বেশ্যা বলেন তাদের অজ্ঞতা উচ্চমানের । হুর তদের দেওয়া হবে যারা দুনিয়াতে কুকুর শুকুরের মত যৌনআচরণে আসক্তি ছিল না ,যারা পথে ঘাঠে কামনা বাসনা মিঠায়ে জেনাকারী ছিল না । যারা ৭২ জন হুরকে কক্টাক করতেছে তারা আবার ৭২ হাজার ৭২ লক্ষ নারীর সাথে জেনাকারী direct বা indirectly । তারা আবার নারীর প্রতি সম্মান দেখাচ্ছে তারাই আবার নারীবাদী । তাদের আসল নাম ভোগবাদী । ভোগই তাদের জীবন ভোগই তাদের মরণ , সবসময় স্বপনে নয়নে নারী না দেখলে তাদের মানবতা অস্তির হয়ে উঠে আহা তাদের কত সুন্দর মানবতা । তাদের এই নগ্ন মানবতা কে ঘৃনা না করে পারলাম না । পশ্চিমার মত অবাধ স্বাধীনতা কোথায় কি আছে ? পশ্চিমার মত কি কোথায় ৮০% বিবাহ ভেঙ্গে যায়? পশ্চিমার মত কি কোথায় আছে নারী ছোট বড় পথে ঘাটে সর্বত্র use হয় ? পশ্চিমার মত কি কোথায় আছে যারা নিজের বাপের পরিচয় নিয়ে সন্দিহান ? আমাদের দেশে তথাকথিত নারীবাদী বা ভাগবাদীরা হতে চাই পশ্চিমার মত ।

বিষয়: বিবিধ

১৫১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File