ক্ষমা করো হযরত _____ কাজী নজরুল ইসলাম

লিখেছেন লিখেছেন Hossain Al Irfan ০১ মে, ২০১৩, ১০:৩৪:১১ রাত



তোমার বানী কে করিনি গ্রহন

ক্ষমা করো হযরত ,

ভূলিয়া গিয়াছি তব আদর্শ

তোমার দেখানো পথ

ক্ষমা করো হযরত।

বিলাস বিভব দলিয়াছ পায়

ধুলিসম তুমি প্রভূ

তুমি চাহো নাই আমরা হইব

বাদশাহ, নওয়াব কভু।

এই ধরণীর ধন সম্পদ

সকলের তাহে সম অধিকার,

তুমি বলেছিলে ধরণীতে সবে

সমান পুত্রবৎ

ক্ষমা করো হযরত।

তোমার ধর্মে অবিশ্বাসীদের

তুমি ঘৃনা নাহি করে,

আপন তাদের করিয়াছ সেবা

ঠাই দিয়েছ তুমি ঘরে।

ভিন্ন ধর্মীর পূজা মন্দির

ভাংতে আদেশ দাওনি, হে বীর!

আমরা আজিকে সহ্য করিতে

পারিনা পর মত।

ক্ষমা করো হযরত।

তুমি চাও নাই ধর্মের নামে

গ্লানীকর হানাহানি,

তলোয়ার তুমি দাও নাই হাতে

দিয়াছ অমর বানী।

মোরে ভুলে গিয়ে তব উদারতা

শার করিয়াছি কলহ,

বেহেস্ত থেকে ঝরে নাকো আর

তাই তব রহমত।

ক্ষমা কর হযরত।

তোমার বানীকে করিনি গ্রহন

ক্ষমা করো হযরত

ভুলিয়া গিয়াছি তব আদর্শ

তোমার দেখানো পথ।

ক্ষমা করো হযরত।

বিষয়: বিবিধ

১৮৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File