আল্লাহ প্রত্যক মৃত ব্যক্তিকে জান্নাতবাসী করুন ।
লিখেছেন লিখেছেন Hossain Al Irfan ২৭ এপ্রিল, ২০১৩, ০৬:৪৩:০০ সন্ধ্যা
সাভারের লাশের সারিকে কিভাবে দোয়া করব সেই ভাষা আমার জানা নেই । তবুই সীমিত জ্ঞানে আল্লাহর কাছে দোয়া করি ,আল্লাহ যে সমস্ত ভাইবোন দুর্ঘটনায় মারা গেছে তাদের জানা,অজনা,প্রকাশ্য,অপ্রকাশ্য, ছোট ,বড় সমস্ত গোনাহ মাফ করে,কবরের আযাব থেকে মুক্তি দিন ও সবাইকে জান্নাতবাসী করুন । আল্লাহ আপনি পরমদয়ালু অত্যন্ত ক্ষমাশীল ।আল্লাহ একমাত্র আপনি উত্তমদাতা। আপনার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করিয়েন না । আমরা একমাত্র আপনার মুখাপেক্ষী । আপনার কাছে ফিরে যাব ।আমিন
আজকের এই পরিবেশ এ জন্ম না হলে অনেক বেশী খুশি হতাম,যে পরিবেশ এ ভাই বোনের হক বা দায়িত্ব পালন করে না ,যে পরিবেশ এ স্বামী স্ত্রীরির হক বা দায়িত্ব
পালন করে না, যে পরিবেশ এ পিতা কন্যা সন্তানের হক বা দায়িত্ব পালন করে না ।যে পরিবেশ পাপে ভরপুর নাফরমানীর আড্ডাখানা । সাভারে যত মানুষ মারা গেল ও আহত হল তার তিন ভাগের দুই ভাগ বোন বা নারী । পুরুষরের যতটুকু আঘাত সহ্য ক্ষমতা আছে নারীদের ততটুকু নেই । পুরুষদের কে যে রকম শারিরিক পরিশ্রম করার শক্তি ও সামর্থ্য দেওয়া হয়েছে সে রকম নারীদের দেওয়া হয় নাই ।কারণ পুরষদেরকে
শারিরিক পরিশ্রম করার কথা বলা হয়েছে নারীদের নয় । আজকে অধিকারের কথা বলে ভাই বোনকে বানাল শ্রমিক ।স্বামী স্ত্রীকে বানাই শ্রমিক । কেউ কারো হক পালন না করে অধিকারের নামে দায়িত্বহীনতা প্রতিষ্ঠিত হল । এই কেমন পরিবেশ যে পরিবেশ এ বোন প্রতি ভাই এর শ্রদ্ধা নেই । এই কেমন পরিবেশ যে পরিবেশ এ স্ত্রীর প্রতি স্বামির শ্রদ্ধা নেই । এমন পরিবেশ আমরা চাই যে পরিবেশ আল্লাহর নাফরমানি শিখায় ,যে পরিবেশ অধিকারের নামে বোনদের শ্রমিক বানিয়ে আল্লাহর দেওয়া হক থেকে বঞ্চিত করে । এমন পরিবেশ আমার দরকার নেই যে পরিবেশ এ নারীরা ঘুম থেকে উঠে কুলি কাজ শুরু করে ঘুমের আগপর্যন্ত কাজ করবে । আবার ঘুম থেকে উঠে পুনরায় কাজ করবে ,কোন ইবাদতের ধারবে না ।কিভাবে আল্লাহর রহমত পাবে যদি সাপ্তায় একবার ও নামায বা আল্লাহকে স্মরন না করে ।আমরাই বানাচ্ছি অধিকারের নামে বোনদের টিস্যু পেপার ।নারীদেরকে যদি আলাদাভাবে কাজের সেক্টর দেওয়া ,আলাদা যাতায়ত ব্যবস্থা করা হয় ,সেইটায় হবে প্রকৃত অধিকার ও স্বাধীনতা । কিন্তু কতকগুলো গোমরাহী আছে যারা অধিকারের ধামামা বাজিয়ে নারীদেরকে বানাতে চাই চোখের খোরাক ,মনোরঞ্জন এর উপকরণ । বৈষম এর জোয়ার তুলে দেহরক্ষী বানানো । তাদের কাজ হল আল্লাহর বিরোধিতা করা আর শয়তানের গোলামী করা ।আল্লাহর কথা বললে শয়তানের গোলামদের গাঁ জ্বলে উঠে ।প্রত্যক মানুষ স্বতন্ত্র বৈশিষ্ট্যর অধিকারি , সে অনুযায়ী প্রত্যক নারীওপুরুষ স্বত্ন্ত্র বৈশিষ্ট্যর অধিকারী । আল্লাহ আমাদের সবাইকে শয়তান ও কুপ্রবৃত্তি থেকে হেফাযত করুন । ধৈর্য্য ধরে পড়ার আল্লাহ আপনাকে রহমত করুক । আমিন
বিষয়: বিবিধ
১৭৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন