"মুক্তমনা নাকি অজ্ঞতা"
লিখেছেন লিখেছেন Hossain Al Irfan ১৩ এপ্রিল, ২০১৩, ০৮:৪৪:৫১ রাত
আমাদের দেশে একপ্রজাতির মানুষ আছে যারা নিজেদেরকে খুব জ্ঞানী ও পন্ডিত মনে করে।নিজেদেরকে আবার মুক্তমনা বলেও দাবী করে ।সব সময় থাকতে চায় বিধিনিষেধ মুক্ত।তারা মনে করে বিধিনিষেধ মানে স্বাধীনতা হরণ।তাদের ইচ্ছা যেমন মনে চাই তেমন করব।আমি বলব স্বাধীনতা মানে সেচ্চাচারিতা নয় ।তারা বলে ধর্ম মানুষের স্বাধীনতা হরণ করে।আমি বলব জীবন পরিচালনার পদ্ধতির নামই ধর্ম। তারা সবসময় ধর্ম নিয়ে বিষেদগার করে। কিন্তু তাদের এই বিষেদগার এ সবসময় আক্রান্ত হয় ইসলাম ধর্ম। অন্যর মানবিক মূল্যবোধ হরণ করার পদ্ধতি হল ধর্মদ্রোহীর স্বাধীনতা।তারা মুসলমানদের বলে বিধর্মীদের তৈরী গাড়ি বিমান দিয়ে হজ্জ এ যান কেন?এইরকম অনেক যুক্তি দিয়ে থাকে।এই কথা গুলোর আগে শিল্প কাকে বলে বলতে চাই। ব্যবসায় এর ভাষায় প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপগত উপযোগ সৃষ্টি করাকে শিল্প বলে।এখানে একটি কথা স্পষ্ট প্রকৃতি প্রদত্ত জিনিস বাদে শিল্পকারখানা স্থাপন করা চিন্তা করা যায় না।অর্থাৎ শিল্প কারখানা ১০০ ভাগ প্রকৃতি প্রদত্ত জিনিস এর উপর নির্ভরশীল।প্রত্যক মানুষ আল্লাহর উপর নির্ভরশীল।যাদের হৃদয় অনুধাবনহীন তারাই বুঝতে অক্ষম।আরেকটি বিষয় হল পৃথিবীতে যত উৎপাদন কারখানা ইত্যাদি ১০০ ভাগ তৈল এর নির্ভরশীল(আমি তৈল বলছি এ কারণে তৈল থেকে পেট্রোল ফার্নেসঅয়েল থেকে শুরু গ্রীজ যা যন্ত্রপাতি কলকব্জা তৈরীতে ব্যবহৃত হয়)।এই সমস্ত তৈল ৮০ ভাগ যোগান দেয় মুসলিম রাষ্ট্র।তাহলে ধর্মদ্রোহীরা কিভাবে বলে খিষ্টানের তৈরী বিমান দিয়ে হজ্জ করতে যান কেন পায়ে হেটে না গিয়ে।আমি বলব এই সব কথা ধর্মদ্রোহীদের অজ্ঞতা মূর্খতার বহি:প্রকাশ। এইবার আপনারা বলেন কে কার উপর নির্ভরশীল ,কে কার জিনিস ব্যবহার করতেছে?
বিষয়: বিবিধ
১১১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন