অসহিষ্ণুতা,নির্মূলের রাজনীতি আর কত কাল?
লিখেছেন লিখেছেন রফিক ২৬ জানুয়ারি, ২০১৩, ০৬:২৫:০৪ সকাল
অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি ৪১বছর হলো।স্বাধীনতার সুফল কি আমরা পেয়েছি?সবাই গণতন্ত্র গণতন্ত্র বলে মায়া কান্না করি, কিন্তু গণতন্ত্র কি প্রতিষ্ঠিত হয়েছে?গণতন্ত্রের মূলকথা হলো বাকস্বাধীনতা, পরমত সহিষ্ণুতা।অথচ আমরা কি দেখছি কি শুনছি? কেন আমাদেরকে এখন দেখতে হয় প্রকাশ্য রাজপথে পিটিয়ে কুপিয়ে মানুষ হত্যর দৃশ্য?কেন আমদেরকে দেখতে হয় ধর্ষনের সেঞ্চুরি উৎসব পালনে মিষ্টি বিতরের দৃশ্য? কেন শুনতে হয় অমুক পার্টিকে নিষিদ্ধ কর, তমুক পার্টিকে নিমূল কর?
একটা জাতির উন্নয়নের পূর্বশর্ত হলো ঐক্যবদ্ধ প্রচ্ষ্টো।সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রয়াস ছাড়া উন্নয়ন কেন উন্নয়নের কল্পনা করাও বাতুলতা মাত্র।অথচ আদর্শহীন দলীয় রাজনীতি, ক্ষমতার রাজনীতি, হিংসা-বিদ্বেষের রাজনীতি, বিভেদের রাজনীতি, নিমূল আর সহিংসতার রাজনীতি আমাদের যেন কপালের লিখন হয়ে দাঁড়িয়েছে।
মালয়েশিয়া সিঙ্গাপুরের মত দেশ আমাদের পরে স্বাধীনতা পেয়েও তরতর করে উন্নতির সিড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই বরং মূল্যবোধগুলোর ক্ষেত্রে আরো নিচে যাচ্ছি।
এ সবের জন্য দায়ি কে? আমাদের রাজনীতিবিদ নেতা নেত্রীগণ, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা, নাকি আমরা জনগণ, নাকি আমাদের কপাল দায়ি?
আসুন আমরা আত্মসমালোচনা করি। সঠিক পথটা খুঁজে নেয়ার চেষ্টা করি।
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন