আমাকে আমার মত থাকতে দাও
লিখেছেন লিখেছেন misbah monjur ১৪ মে, ২০১৩, ১১:৪৪:৫৬ সকাল
হ্যাঁ! আমি আমার মত থাকতে চাই। আমাকে আমার মত থাকতে দাও। আমার জীবনটা আমি আমার মত সাজাতে চাই; আমাকে আমার মত সাজতে দাও। আমি আমার মত চলতে চাই; আমাকে আমার মত চলতে দাও। আমি উন্মুক্ত। আমি স্বাধীন। আমাকে আমার স্বাধীনতা দাও।
হ্যাঁ! আমি স্বাধীনতা চাই; পরাধীন নয়। আমি উন্মুক্ত হতে চাই; বন্ধী নয়। আমি আমার ইচ্ছার উপর থাকতে চাই; ইচ্ছার কাঠগড়ায় বন্ধী নয়। আমি আমার স্বপ্নপোরনে ব্যস্ত থাকতে চাই; স্বপ্নপোরনে কোনো বাধা নয়।
আমি আর তোমাদের মাঝে নেই; আমাকে ডেকো না। তোমাদের সাথে আর কোনো সঙ্গ নেই; সঙ্গী ভেব না। নবদিগন্তে আমি পা’ দিয়েছি; ভ্রান্ত ভেব না...
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন