নারী! উন্মুক্ত আজ তুমি...
লিখেছেন লিখেছেন misbah monjur ০১ মে, ২০১৩, ০৭:০৮:১৮ সন্ধ্যা
আমি তো বলিনি, নারিকে দাও খুলা মাটে, বের হয়ে সে করুক হাঁটাহাঁটি;
সার্কেটে গিয়ে পুরুষের হাত ধরে হাঁটুক পাশাপাশি!
কক্ষনো নয়; আমি বলেছি তারে, লিমিটে সে চলুক, করুক না বাড়াবাড়ি।
আমিতো বলিনি তারে, হাঁফড্রেস পরে রাস্তা দিয়ে ঘুরাঘুরি করুক;
বলিনি উন্মুক্ত চলে বারে বারে সে ধর্ষকদের চোখে পড়ুক!
কক্ষনো নয়; আমি বলেছি তারে, নিজেকে সংযত রেখে ধর্ষণ থেকে মুক্ত থাকুক।
আমিতো তাও বলিনি, নারী বলে সে খাঁচায় থাকুক;
নিজেকে সে বন্দী ভাবুক, কারণ- সে তো নারী।
কক্ষনো নয়; আমি বলি তারে, বাড়াবাড়ি করিও না-রে, তবে বন্দী থাকতে হবে না তব বাড়ি।
ওগো প্রেমময়ী নারী! জীবনটারে সাজিয়ে রেখে পথ চলে যাও তুমি;
উল্লিখিত কথাগুলো মেনে চলো; উন্মুক্ত আজ তুমি...
Date: 22- 01- 2013
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন