গর্জন

লিখেছেন লিখেছেন misbah monjur ২৩ এপ্রিল, ২০১৩, ০১:১৫:৪১ রাত

শহীদের বদলা নিতে চলো আজি

শহীদের বদলা নিতে চলো।

শহীদের বদলা নিতে হবে আজ

একটুও পিছু হেটনা যেনো ।

শহীদের বদলা নিতে হবে তোমাকে

সামনে তুমি চলো।

জীবন বাজি রেখে যেতে হবে তোমাকে

গর্জন তুমি তুলো।

বসে আছ কেন তরুণ তুমি

গর্জন কি নেই তোমার মাঝে?

শপথ করো আজি তরুণ তুমি

হাসি ফুটাবে তুমি সবার মাঝে।

তোমার মা’কে করেছে একা;

বোনকে করেছে ধর্ষণ!

তোমাকেই আজ যেতে হবে একা

তোলতে হবে গর্জন।

শক্তি আছে তরুণ তোমার মাঝে;

সাহস আছে আরো।

একটুও পিছু হটবেনা তুমি,

সামনে এগিয়ে চলো…

বিষয়: বিবিধ

১০২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File