সৌদি আরবে ধর-পাকড, প্রবাসীরা আতংক

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০১ এপ্রিল, ২০১৩, ১২:৫২:১৯ রাত

আরব নিউজ দিন কয়েক আগে সৌদি আরবের মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেয়া হয় যেসব বিদেশি নাগরিক দেশটিতে বিধি সম্মতভাবে ব্যবসা করছে না বা বাধ্যতামূলকভাবে সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থানের দিকে নজর দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

সম্প্রতি সৌদি আরবে ধর পাকডাও ব্যপক ভাবে শুরু হয়েছে , প্রতিটি মুহুতে লিগিল অন্ লিগীল সকলেই গ্রেপতার হওয়ার আশংকায় অনেকেই কাজ ছেডে বাসায় অবস্হান করছেন ,;; হামলাত্ মিলিয়ন '' নামে জাওয়াযাতের বিশেষ বাহিনী এ গ্রেপতারীতে অংশ নিয়েছেন ৷ এ অবস্হা এক মাস বলবত থাকবে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ৷প্রতি বছরই এমন গ্রেপতারী চললে ও এ বছর সরকারের টাগেট প্রায় মিলিয়ন প্রবাসীকে এ প্রক্রিয়ায় দেশে পাঠাবে , বৈধ-অবৈধ সকলেই অতংকীত ৷ দোকানে মাকেটে রাস্তা রাস্তায়

যেখানে সেখানে চেক্ চলতেছে ৷

প্রবাসীরা আতংক দিন কাটাচ্ছেন ৷

সকলের কাছে দোয়াই কামনা

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File