প্রতিবাদ , প্রতিবাদ , প্রতিবাদ
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৫ মার্চ, ২০১৩, ০৩:২০:৫৭ দুপুর
একটি ইংরেজি দৈনিক এর নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান In the sight of Allah শিরোনামে একটি উপ-সম্পাদকীয় লিখেছেন। এখানে তিনি শাহবাগিদের সমর্থনে কোরআনের আয়াত এবং হাদিস উদ্ধৃত করেছেন। শাহবাগি নাস্তিক ব্লগারদের সমালোচনাকারীরা মহাপাপ করছেন বলে এই উপ-সম্পাদকীয়তে মন্তব্য করা হয়েছে। এখানেই শেষ নয়, ওই উপ-সম্পাদকীয়তে একটি হাদিসের উদ্ধৃতি দিতে গিয়ে হজরত আয়েশা (রা.)-কে মহানবীর মেয়ে হিসেবে উল্লেখ করা হয়েছে (নাউজুবিল্লাহ)।
মহানবীর স্ত্রীকে তার মেয়ে হিসেবে বর্ণনা করা জঘন্য পাপাচার। প্রত্যেক মুসলমানই জানেন যে, হজরত আয়েশা (রা.) ইসলামের প্রথম খলিফা আবু বকর (রা.)-এর মেয়ে এবং মহানবী (সা.)-এর স্ত্রী।
এ সকল বিকৃত মনস্ক নাস্তিকদের প্রতিবাদ করার ভাষা আমার নেই ৷
কি ভাবে একটা সত্যকে মূহতের মধ্যে বিকৃত করতে পারে ৷
এক মাত্র আল্লাহই আমাদের
সহায় ৷
http://www.amardeshonline.com/pages/details/2013/03/21/192889
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন