‘জিহাদি বই’ শব্দটি ইসলামের ‘শত্রু’দের আবিষ্কার।

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২১ আগস্ট, ২০১৬, ০২:০৫:৩২ দুপুর

‘জিহাদি বই’ শব্দটি ইসলামের ‘শত্রু’দের আবিষ্কার।

‘জিহাদি বই’ শব্দটির এ রকম ব্যবহার 20/30 বছর আগেও ছিল না। আগে তফসির, ফিকাহ, হাদিস গ্রন্থ, ইসলামের ইতিহাস বই, ইসলামি রাষ্ট্রবিজ্ঞান বই, ইসলামি অর্থনীতির বই এভাবে বলা হতো। এখন বর্তমানে " ইসলামের ইতিহাস গ্রন্হ "এমন কি হাদিস বা তাফসীর গ্রন্হ কে জেহাদি বই হিসাবে চারিয়ে দেয়া হচ্ছে । এটা বড়ই দুঃখ জনক উদ্দেগের ব্যাপার

জিহাদ নানা ধরনের হতে পারে। যুদ্ধ বা জেহাদ তার একটি দিক মাত্র। নফসের বিরুদ্ধে, রিপুর বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ হতে পারে।

যুদ্ব মুখে হতে পারে কলমের সাহার্য্যে হতে পারে ,কেননা অন্যায়ের বিরুদ্ধে কথা বলাও জেহাদ এ গুলো ও এক ধরনের জেহাদ, কেননা জেহাদের একটা অর্থ চেষ্টা করাও আছে সে হিসাবে কেউ সংসারের ব্যায় ভার বহন করার জন্য সন্তান সন্ততীর মুখে হাসি ফুটানোর দেশে-বিদেশে মাথার ঘাম পাতালে ফেলে হাড়ভাঙ্গা চেষ্টা মেহনত করছে ,সেটাও এক প্রকারের জেহাদ । তবে শত্রুর বিরুদ্ধে ঢাল-তলোয়ার অস্রসস্র দিয়ে মোকাবেলা করা জিহাদের চূড়ান্ত রূপ যুদ্ধ। এটা শুধু রাষ্ট্র করতে পারে, ব্যক্তিগত নয় -তাও এ যুগে আন্তর্জাতিক আইন মেনে করতে হয়। মুসলিম রাষ্ট্রগুলো আন্তর্জাতিক আইন মেনে নিয়েছে। ইসলাম বলেছে ওয়াদা-চুক্তি রক্ষা করতে হবে। এ কারণে কোনো মুসলিম রাষ্ট্র এখন যুদ্ধ/জেহাদ করতে চাইলেও করতে পারে না। যে কেউ এটা করে সে অন্যায় করে।

সে ইউরোপ আমেরিকাই করুক বা অন্য কোনো ইসলামি রাষ্ট্রই করুক।

সন্ত্রাস জিহাদ নয়, জিহাদ নয়, জিহাদ নয়। সন্ত্রাস সন্ত্রাসই ,সন্ত্রাসের সাথে ইসলামের দূরতম সম্পর্কও নেই ।ইসলাম কখনো সন্ত্রাস বা জঙ্গিবাদ কে প্রস্রয় দেনি দিবেওনা

বর্তমান জঙ্গিবাদ একটি কালচার যেমনি ভাবে নাস্তিক্যবাদ একটি কালচার ।এদুয়ের কোন দেশ জাতি বা ধর্ম নেই ।

বিষয়: বিবিধ

২১৮০ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

376547
২১ আগস্ট ২০১৬ দুপুর ০২:০৭
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করেনা বরং জঙ্গবাদকে নির্মূল করতে সহায়তা করে ।জঙ্গিবাদ নির্মূলে দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। আসুন সবাই জঙ্গিবাদ দমন করে ফুলের মত জীবন গড়ি।তার সাথে সাথে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতা মূলক করে জঙ্গিবাদ নির্মূল করার জন্য এগিয়ে আসি। কিন্তু ধর্মীয় শিক্ষাকে সংকোচিত করে জঙ্গিবাদ দমনের ব্যর্থ চেষ্টা পরিহার করা উচিত।বিনা বিচারে মানুষ হত্যা মহাপাপ এই ভাবে মানুষ হত্যা ইসলাম সমর্থন করেনা। আর জঙ্গিবাদ আর ইসলাম এক নয়। জেহাদ ফরজ আর জঙ্গিবাদ কুফরী। কেউ আল্লাহু আকবার শ্লোগান দিয়ে হামলা করলে জেহাদী হয়ে যায়না।মুজাহীদ জান্নাতি আর জঙ্গি জাহান্নামী।অপর দিকে জেহাদ এটি ব্যাপক শব্দ এর অপ ব্যবহার যেন না হয় সে সম্পর্কে সকলকে সচেতন হতে হবে।অপর দিকে ঢাল তলোয়ার দিয়ে যেই জেহাদের কথা বলা হয়েছে সেটা কোন ব্যক্তির উপর ফরজ নয় বরং সমষ্টিগত ভাবে রাষ্ট্রের উপর ফরজ অর্থাৎ রাষ্ট্র নিয়নত্রিত হতে হবে।। রাষ্ট্র প্রধানের নেত্বত্বে হতে হবে। আর ব্যক্তি পর্যায়ের জেহাদ, তা হল হক কথা বলার ও লেখার মাধ্যমে মানুষকে হক পথে আনার চেষ্টা করার সাথে সাথে নিজের নফস শয়তানের সাথে মোকাবেলা করা।
376563
২১ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৪২
হতভাগা লিখেছেন : জিহাদি বই ভীতি হুজুগে জনতার ভিতরে যে খুব আলোড়ন তৈরি করে সেটা পুলিশ ও সাংবাদিক ভায়ারা খুব জানে ।

আল্লাহই ভাল জানেন - কখন না তারা আবার পবিত্র ক্বুরআন শরীফ ও হাদিসের বইগুলোকেও জিহাদি বই হিসেবে গেলানোর চেষ্টা করে কি না !
২১ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
312183
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : আবস্হা তেমনি ভাবে এগুচ্ছে
376570
২১ আগস্ট ২০১৬ বিকাল ০৫:৪১
এলাচি লিখেছেন : আমার জানতে ইচ্ছে করে জিহাদি বইয়ের সংজ্ঞা কী? দানব পুলিশ আর ৱ্যাব কোরান হাদিসের তাফসীরকে জেহাদি বই বলে চালিয়ে দিচ্ছে আর আমাদের কিছু নপুংসুক মাওলানা নীরব দর্শক হয়ে আছেনl
অপেক্ষা করুন আল্লাহর বিচারেরl
সেদিনের অপেক্ষায় থাকলামl
আল্লাহর কালামকে নিয়ে ফাজলামি করার পরিণতি হবে ভয়াবহl
২১ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
312182
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : আল্লাহ সহায়
২২ আগস্ট ২০১৬ রাত ১২:৪৭
312218
আসমানি লিখেছেন : নীরব দর্শক নয়, তারা পিস টিভি বন্ধ করতে ব্যস্ত ছিলেন।
টেনশন নিয়েন না।
খুব শীগ্রই শোলাকিয়ার ইমাম সাহেব এ ব্যপারে ফতোয়া নিয়ে হাজির হবেন।
376575
২১ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:২৮
কুয়েত থেকে লিখেছেন : সকল শিক্ষা প্রতিষ্টান তথা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতা মূলক করে জঙ্গিবাদ নির্মূল করা প্রয়োজন। ইসলাম না জানার কারনেই অবৈধ সরকারের কর্মকর্তাদের জঙ্গি ভূতের আচর হয়েছে। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২১ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
312180
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য
২১ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
312181
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য
২১ আগস্ট ২০১৬ রাত ০৮:০০
312186
কুয়েত থেকে লিখেছেন : বেশী বেশী লেখুনGood Luck Good Luck
376577
২১ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য,
376586
২১ আগস্ট ২০১৬ রাত ০৮:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরবী বই রাখাও নিষিদ্ধ হবে যে কোন সময়!
376629
২২ আগস্ট ২০১৬ সকাল ১১:৪০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File