মসজিদে বসে ফেইজবুক ও ইন্টারনেট ব্যবহার করার হুকুম কী?

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ৩১ জানুয়ারি, ২০১৬, ০২:১৭:২১ দুপুর

মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার করার হুকুম কি?

ইন্টারনেটের ব্যবহার বর্তমানে যে ব্যপকতা লাভ করেছে তা স্হান কাল বলতে কোথাও বাদ নেই।এমনকি কেউ ১০-১৫ মিনিটের জন্য মসজিদে নামাজ পড়ার জন্য গেলে সেখানেও ফেইজবুক নিয়ে গাডাগাডি করতে দেখা যায়।তাই এই নিয়ে শরিয়তের বিধান কি তা জানা থাকা জরুরী ।

যদি ইন্টারনেটের মাধ্যমে দ্বীনের কোন কাজ করতে থাকে,যেমন কোন মাহফিল বা সেমিনার খোতবা ই্ত্যাদি সরাসরি সম্প্রসার করা হয়ে থাকে, তাহলে মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার জায়েজ হবে। তবে খেয়াল রাখতে হবে যেন কোন নাজায়েজ ছবি বা ভিডিও দৃষ্টিগোচর হয়ে না যায়।কারণ এমন অশ্লিল ছবি প্রদর্শন বা চলানো মসজিদে জায়েয নেই।আর দ্বীনী কাজ ছাড়া এমনিতে মসজিদে বসে ইন্টারনেট ফেইজবুক ব্যবহার করা যাবে না। [আলবাহরুর রায়েক-৫/৪১৯]

তবে যেহেতু ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে মাঝে মাঝে ছবি ও অন্যান্য বিষয়ও চলে আসে, তাই ব্যবহার না করাই উচিত।

অপর দিকে টয়লেটে ও ফেইজবুক ব্যবহার জায়েয নয়, কারন কোন সময় হঠাৎ আল্লাহ ও তার রসুলের নাম সহ কোরআন হাদিসের আয়াত ইত্যাদি প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে। যা টয়লেটে বহন জায়েয নয়। এই জন্য টয়লৈটে কোন মুসলিমের জন্য ফেইজবুক বা ইন্টারনেট ব্যবহার জায়েয নেই ।

এম এম আবদুল্লাহ ভূঁইয়া

বিষয়: বিবিধ

২৩৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358111
৩১ জানুয়ারি ২০১৬ রাত ০৯:০১
শেখের পোলা লিখেছেন : টয়লেটের দোওয়াতে আল্লাহর নাম আছে, সেখানেও কি এই হুকুম!ধন্যবাদ৷
০১ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:২৩
297163
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : দোয়াটি ঢুকার সময় পড়তে হয় , বসে নয়
358129
৩১ জানুয়ারি ২০১৬ রাত ১১:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
মসজিদে ইন্টারনেট ব্যবহার করাই আমার অনুচিত মনে হয়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File