শাহবাগি ইমরান ও তার সঙ্গীদের গাড়িতে মাদক ও অস্ত্র

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৪ মার্চ, ২০১৩, ০১:০৬:০৯ রাত

শাহবাগি ‘গণজাগরণ’ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের চট্টগ্রাম সফরের চেষ্টা ব্যর্থ হয়েছে। চট্টগ্রামে পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেও রহস্যজনক কারণে অতি সংগোপনে ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম যাওয়ার সময় ফেনী থেকে ঢাকায় ফিরে আসতে হয়েছে। ইমরান ও তার সঙ্গীদের গাড়িতে মাদক ও অস্ত্র পাওয়া গেছে বলেও খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি ধামাচাপা দিয়ে তাদের ঢাকায় পাঠিয়েছে।

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ব্লগারদের সঙ্গে আলোচনার খবর সম্পূর্ণ বিভ্রান্তিকর। তৌহিদি জনতাকে ধোঁকা দেয়ার এটি নতুন ষড়যন্ত্র। শাহবাগি আন্দোলনে নেতৃত্ব দানকারী ব্লগাররা প্রিয় নবীকে যে জঘন্য অবমাননা করেছে, তাতে তাদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না। তারা যেখানে প্রবেশের চেষ্টা করবে সেখানেই তাদের প্রতিরোধ করতে হবে।

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File