অবশেষে বীর চট্রলার তৌহিদী জনতার জয়। গণজাগরন মঞ্চের সমাবেশ প্রত্যাহার নাস্তিকদের পরাজয়। সালাম আমিরুল মুমেনিন আল্লামা হযরত আহম্মদ শফি দাঃ বাঃ

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১২ মার্চ, ২০১৩, ১১:৫৩:২৫ রাত



অবশেষে বীর চট্রলার তৈহিদী জনতার জয়। গণজাগরন মঞ্চের সমাবেশ প্রত্যাহার নাস্তিকদের পরাজয়। হেফাজতে ইসলামের ডাকে কালকের হরতাল প্রত্যাহার । সাবাস চট্রলার তৈহিদী জনতা, সালাম আমিরুল মুমেনিন আল্লামা হযরত আহম্মদ শফি দাঃ বাঃ

হাদীস শরীফে পড়েছি, "দোয়া মুমিনের হাতিয়ার।" আজ তার বাস্তবতা প্রত্যক্ষ করলাম। আল্লামা আহমদ শফী দোয়া করেছিলেন গতকাল, তার বরকতে চট্টগ্রামে শাহবাগীদের সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এটা ছিল আমাদের প্রথম সফলতা। আজ এশার নামাজের পর দোয়া করেছে জামিয়ার ছাত্ররা, দোয়া শেষ করে রুমে এসেই শুনেছে শাহবাগীরা চট্টগ্রাম আসছে না। এটা দ্বিতীয় সফলতা। বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ।

আপোসহীন সাহসী নেতা আল্লামা আহমদ শফী সাহেবের ইসলামী গণজাগরণ হেফাজতে ইসলামের আন্দোলনের মুখে শাহবাগের নাস্তিকী গণজাগরণ পিছু হঠতে বাধ্য হয়েছে । শাহবাগের গুটি কয়েক নাস্তিক নেতা চট্টগ্রামে যাওয়ার সাহস হারিয়ে কর্মসুচী স্তগিত ঘোষণা করেছে ।

আবারো প্রমাণ হল এ দেশের মানুষ ইসলাম প্রিয় । নাস্তিকতা এ দেশের গিলবে না ।

তাই বলি , চাচা ! আপনা জান বাচা , নইলে তোমাদের অবস্থা তাসলিমা নাসরিনের অবস্থার মত হবে ।

বিষয়: বিবিধ

২৪০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File