এরা কোন মাদ্রাসার ছাত্র ? এরা কোন মসজিদের মুসল্লি?
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৩ নভেম্বর, ২০১৫, ১১:৪৮:০৪ রাত
আমাদের কিছু বুদ্ধিজিবী/রাজনৈতিক আবাল তাদের খেয়ে কাজনেই , তারা অন্ধ তারা বধীর , এরা রঙিন শশমা ব্যবহার করার কারণে ইসলামে জঙ্গি তত্ব খুজে, অথচ তারাই জঙ্গি লালন করেন , স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয় গুলোতে ,
.আজকে কালো বিড়াল খ্যাত সুরজ্জিত সেন বাবু বলেছে, “সকল মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া উচিত কারণ মসজিদ মাদ্রাসাই সকল অস্থিরতা ও বিশৃঙ্খলার জন্য দায়ী!!”
.....আচ্ছা! এবার প্রশ্ন হচ্ছে-নিচের ছবির ঐ কিউট সোনার ছেলেগুলো কোন মাদ্রাসায় পড়ে আর কোন মসজিদে নামাজ পড়ে কেউ কি বলতে পারবেন??
-হ্যা!! মাদ্রাসা গুলো হচ্ছে- এদেশের নামীদামী কলেজ বিশ্ববিদ্যালয় আর ইউনিভার্সিটি!!
.....দয়া করে এবার কি কোন সুশীল বন্ধুরা এই যে সন্ত্রাস তৈরির কাঁরখানা কলেজ বিশ্ববিদ্যালয় নামক মাদ্রাসাগুলো বন্ধের কথা বলবেন??
দয়া করে এটাও কি কোন সুশীলরা বলবেন আজ দেশ স্বাধীনের ৪৩ বছরের ব্যবধানে কয়টি মাদ্রাসা সন্ত্রাস আর গোলা-গোলি কোপা-কোপির কারনে বন্ধ হয়েছে? আর মাদ্রাসা ক্যাম্পাসে কয়টি লাশ পডেছে? কয়বার মাদ্রাসার হলে ধর্ষনের মত অমানবিক কর্মের সেণ্ঞুরী হয়েছে ? এমন কথা বলার মতো বুকের পাটা এবং সৎ সাহস কোন সুশীলেরই নাই!
আল্লাহ সহায় ।
বিষয়: বিবিধ
১৬০৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন