ব্যবহার করা চা ও এর ব্যাগের ১২টি অসাধারণ উপকার,কেউ এগুলো ফেলবোনা ,

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০২ আগস্ট, ২০১৫, ০২:২১:৩৫ দুপুর

ব্যবহার করা চা ও এর ব্যাগের ১২টি অসাধারণ উপকার,কেউ এগুলো ফেলবোনা ,

চা তৈরির পর কী করেন? নিঃসন্দেহে চা-পাতা ফেলে দেন। আজ থেকে চা তৈরির পর টি ব্যাগ বা চা-পাতা গুলো ফেলে না দিয়ে বরং ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে শুকিয়ে রাখুন। কেন? কারণ এই ফেলনা চা-পাতা ও টি ব্যাগগুলোই আপনার অর্থ সাশ্রয় করবে প্রতিদিন। জেনে নিন কেন ব্যবহার করা চা-পাতা ফেলে না দিয়ে ব্যবহার করা যায় দারুণ সব কাজে আর বাঁচানো যায় সময়-অর্থ সবই! সাথে দেখে নিতে পারেন ছোট্ট ভিডিওটিও।

১) পোকা কামড় দিয়েছে বা পুড়ে গিয়েছে কোথাও? একটা ব্যবহৃত টি ব্যাগ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। সব যন্ত্রণা নিমিষেই শেষ হয়ে যাবে। চোখের ফোলা ভাব দূর করতেও এটা দারুণ কাজে দেয়। পাতলা কাপড়ে চা পাতা বেঁধে পুঁটলি করেও ব্যবহার করতে পারেন।

২) ব্যবহৃত চা-পাতা ধুয়ে শুকিয়ে রাখুন। তারপর আপনার জুতোর মাঝে বা জুতোর আলমারিতে রেখে দিন। ঘামের বাজে গন্ধ আর কখনোই জুতোতে হবে না। টি ব্যাগও রাখতে পারেন।

৩) প্রতিদিনের ব্যবহৃত টি ব্যাগ রেখে দিন ফ্রিজে। চা-পাতা হলে টিস্যুতে মুড়ে রাখুন। ফ্রিজ থাকবে সতেজ ও পরিষ্কার, কোন রকম ফ্রেশনার ছাড়াই। এছাড়াও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল ছিটিয়ে বাথরুমে, আলমারিতে রাখতে পারেন চা-পাতা বা টি ব্যাগ। রাখতে পারেন স্কুল কলেজে যাওয়ার কাপড়ের ব্যাগেও।

৪) তেল লাগানো চিটচিটে থালা বাসন বা হাঁড়ি পাতিল পরিষ্কার করতে চা-পাতার জুড়ি নেই। দামী ডিশ ওয়াসার বারের বদলে রাতের বেলা সিংকে পানি দিয়ে তাতে কিছু ব্যবহৃত চা-পাতা দিয়ে দিন। তেল চিটচিটে বাসন এতে ভিজিয়ে রাখুন। সকালে স্বাভাবিক ভাবেই ধুয়ে নিন। একদম ঝকঝকে হয়ে উঠবে।

৫) মাকড়সা এবং এই ধরণের ছোট পোকামাকড় চা খুবই অপছন্দ করে। ব্যবহৃত টি ব্যাগ বা চা পাতা ঘরের কোণায় কোণায় দিয়ে রাখুন, এরা থাকবে আপনার ঘর থেকে দূরে।

৬) গাছপালায় অনেক পোকামাকড়ের সমস্যা? ব্যবহৃত চা পাতা ধুয়ে গাছের গোঁড়ায় দিয়ে রাখুন। পোকামাকড় দূরে থাকবে, আবার গাছের সার হিসাবেও কাজ করবে।

৭) আধা ভেজা ব্যবহৃত চা পাতা কার্পেটে ছড়িয়ে দিন। সম্পূর্ণ শুকিয়ে গেলে ঝাড়ু দিয়ে ফেলুন বা ভ্যাকুয়াম ক্লিন করে নিন। বাজে গন্ধ ও ময়লা সব গায়েব।

৮) আপনার কাঠের আসবাবগুলো প্রায় শুকনো ব্যবহৃত ব্যাগ দিয়ে ঘষে নিন। চকচকে হয়ে উঠবে।

৯) জেসমিন টি বা এমন যে কোন ফ্লেভারের টি ব্যাগ ভাত রান্নার শেষ দিকে পাতিলে দিয়ে দিতে পারেন। মিষ্টি একটা গন্ধ হবে।

১০) গরম পানির মাঝে ফেলনা চা-পাতা দিয়ে পা ভিজিয়ে রাখুন। পায়ের গন্ধ দূর হবে।

১১) ব্যবহৃত চা-পাতা জ্বাল দিয়ে ঘন লিকার তৈরির করুন। এই মিশ্রণ ব্যবহার করুন কুলি করতে, মাউথ ওয়াশের কাজ করবে। কন্ডিশনার হিসাবে ব্যবহার করতে পারেন চুলে, গ্লাস ক্লিনার হিসাবে ব্যবহার করতে পারেন অনায়াসে।

১২) শেভ করতে গিয়ে মুখ কেটে গেছে? একটা ব্যবহৃত টি ব্যাগ ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে কাটা স্থানে লাগিয়ে রাখুন। আরাম তো পাবেনই, রক্তপাতও বন্ধ হবে

সংকলীত,

বিষয়: বিবিধ

২০৩৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333161
০২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৪
নাবিক লিখেছেন : ধন্যবাদ
333172
০২ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫১
আবু জান্নাত লিখেছেন : সুন্দর পোষ্টটি শেয়ার করার জন্য শুকরিয়া।
333173
০২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০১
মাটিরলাঠি লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ
333175
০২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২৫
আহমদ মুসা লিখেছেন : ভাল আইডিয়া, আমি ট্রাই করে দেখবো ইনশায়াল্লাহ
333177
০২ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫৬
অনেক পথ বাকি লিখেছেন : সুন্দর কামের পোষ্ট । ধন্যবাদ
333183
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:১২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
333187
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
হতভাগা লিখেছেন : অস্থির পোস্ট
333192
০২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
চা পাতা কিন্তু সার হিসেবে বেশ ভাল।
334064
০৬ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : টিপস্ গুলো ভালই.. অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File