ভূয়া আমেরিকান কোরআন সাবধান !

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৮ এপ্রিল, ২০১৫, ০৩:২৯:১৬ দুপুর





লাল চামডার কুকুররা কোরান বিকৃতি করে কি ভাবে কোরান বানিয়েছে দেখুন , সাবধান মুসলিম রা

পরকালে আল্লাহ্ এর প্রতিদান দিতে পারে!

পবিত্র কোরআনের বিরুদ্ধে আমেরিকান খৃস্টান মিশনারীদের এক গভীর ষড়যন্ত্র !আমেরিকান মিশনারী কর্তৃক পাবলিশকৃত সেই ভূয়া কোরআনের নাম:The True Furqan

সত্য ফুরকান নামক শীর্ষক এই বইটি কোরআনের নামে কুয়েতে বিতরণ করা হচ্ছে !২০০১সালে OMEGA এবং ওয়াইনপ্রেস নামক দুটি পাবলিশ কোম্পানী সত্য ফুরকান নামক এই জাল কুরআনের পাবলিশারে সাথে জড়িত ।এই বইটি কে ২১ শতকের কোরআন নামে পরিচিত করানো হচ্ছে !৩৬৬ পৃষ্ঠার এই বইটি ইংরেজী ও আরবী ২টি ভাষাতেই রচনা করা হয়েছে ।বইটি ব্যক্তিগত ভাবে কুয়েতের ইংলিশ স্কুলের বাচ্চাদের গোপণীয় ভাবে বিতরণ করা হচ্ছে ।বইটিতে রয়েছে ৭৭টি সূরা ।সূরা আল ফাতিহা ,আল জান ,আল ইঞ্জিল এই তিনটি সূরায় বিসমিল্লাহ্ এর অনুপস্থিতি ।তথাকথিত এই কোরআনে ইসলামী অনেক বিশ্বাসকে আঘাত করা আয়াত আছে,বিভিন্ন আয়াতে শরীয়ত বিরোধী কথায় ভরপুর !

যেমন:

স্ত্রীর অনুমতি ছাড়া একাধিক স্ত্রী গ্রহণ করা যাবে না

ব্যাভিচার বৈধ

জিহাদ হারাম

বিবাহ বিচ্ছেদ

ইত্যাদি বিভিন্ন শরীয়াহ কে অস্বীকার ও ভূল ব্যাখা দেয়া হয়েছে ।এমনকি মহান আল্লাহ্ সুবাহানাহু ওয়া তায়ালাকে অবমাননা করা হয়েছে!সমগ্র খ্রীস্টান মিশনারীর সম্মিলিত ভাবে এটি একটি বড় ষড়যন্ত্র আল কোরআনের বিপক্ষে![[মিশনারীর ষড়যন্ত্র ১,২,৩,ক্রুসেডদের বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে লেখা বই]]

সর্বোচ্চ শেয়ার করুন অথবা কপিপেস্ট করে ফেসবুক ,টুইটার অথবা ব্লগে,ব্লগে ছড়িয়ে দিন এটা আপনার ঈমানী দ্বায়িত্ব ।

পরকালে আল্লাহ্ এর প্রতিদান দিতে পারে!

https://inbanglablog.wordpress.com/2015/04/21/fakeamerican-quran/

বিষয়: বিবিধ

৩৬৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

317316
২৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:১৩
শেখের পোলা লিখেছেন : জাল চিনতে হলে আসলটি সম্পর্কে অবশ্যই ভাল জ্ঞান প্রয়োজন৷ আসুন বেশী বেশী কোরআন পপ্রচার করি৷ আপন আপন পাড়া মহল্লায় কোরআন বোঝাবার অনুষ্ঠান করার চেষ্টা করি৷ আল্লাহ অবশ্যই তাঁর কোরআনকে হেফাজত করবেন৷ ধন্যবাদ৷
317343
২৮ এপ্রিল ২০১৫ রাত ১০:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জরুরি বিষয়টি জানানর জন্য অনেক ধন্যবাদ।
317400
২৯ এপ্রিল ২০১৫ রাত ০২:১৪
সরল মন লিখেছেন : ইসলাম ধর্মে পবিত্র ক্বুরআন শরীফ মুখস্ত করার নিয়ম আছে। যারা পবিত্র ক্বুরআন মুখস্ত করেন তাদেরকে বলা হয় হাফীয। একেকজন হাফীয হলেন একেককটা জলন্ত ক্বুরআন। যতদিন পর্যন্ত একজন ক্বুরানে হাফীয বেঁচে থাকবেন ততদিন কেউ এই পবিত্র গ্রন্থের বিকৃতি ঘটাতে পারবেনা ইনশা আল্লাহ। মুসলমানদের উচিত তাদের ছেলে মেয়েকে জেনারেল শিক্ষার পাশাপাশি পবিত্র ক্বুরআন মুখস্ত করানো ।
318212
০৫ মে ২০১৫ সকাল ০৬:২৫
গালিব আক্তার লিখেছেন : মহান আল্লাহ রব্বুল আলামিনই তার নাযিলকৃত গ্রন্থ হেফাজত কারী ।সূরা আল জান বলে কোনো সূরা তো আছে বলে জানি না ভাই ! নাকি জ্বিনকে জান বলেছেন ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File