হিন্দুরা কি আসলেই গো হত্যা করেনা? দেখুন করুন দৃশ্য
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৮ এপ্রিল, ২০১৫, ১২:৪২:৩৯ রাত
হিন্দুরা কি আসলেই গরু হত্যা করেনা? নাকী
ভারতের বিভিন্ন প্রদেশে গরু কোরবানী করা নিষিদ্ধ।হয়ত এমনও হতে পারে যে সারা ভারতে একদিন গরু কোরবানী নিষিদ্ধ করবে মোদী । কিন্ত হিন্দুরা কি আসলেই গরু কোরবানীর বিপক্ষে, এরা কি আসলেই গরুর গোশত খায়না নাকি মুসলমানদের উপর হিংসার কারনে এরা ভারতে গরু কোরবানী নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে!
চলুন দেখা যাক-
প্রতি বছর ভারত এবং হিন্দু অধ্যুষ্যিত নেপালে “ গাধিমাই”
নামে একটি উৎসব পালন করে হিন্দুরা।
আর এই উৎসবের মুল আকর্ষন হচ্ছে যে, এরা একটি খোলা ময়দানে ২০-৩০ হাজার গরু ছেড়ে দিয়ে গরু দাড়ানো অবস্থায় একের পর এক গরুর মাথা কাটে। আর মাথা কাটার পর এরা সেই গরুর গোশত এবং চামড়া বিক্রি করে দেয়।
সৌদি আরব সহ বিশ্বের বহু দেশে তারা এ গোস্ত বিক্রি করে ,
আশ্চয্য ব্যপার হল গরু মাতা এর চামডা আর গোস্ত বিক্রিত পয়সা খেতে বাধা নেই কিন্তু গোস্ত খেতেই শুধু বাধা ? আবার সেই মায়ের চামড়া দিয়ে তৈরী জুতাও পরতেও কোন নিষেধ নেই । এই দ্বিমুখী আচরণ কেন ভারতের হিন্দুদের?????????????????/
এখন এ গোস্ত কোন মুসলিমদের খওয়া ায়েয হবেনা কারন শরীয়া মোতাবেক জবেহ করা হয়নি।
প্রতি বছর হিন্দুরা এই উৎসবটি অতি জাকজমকের সাথে উৎযাপন করে
নীচের লিংকে এ বিভৎস ছবির নমুনা দেখুন
(http://goo.gl/QUz5qZ)।
কিন্তু এই মালুর বাচ্চারাই কিন্তু গরুকে তাদের মা মা করে চিৎকার করে।
আর ঠিকই তারা প্রতি বছর ঘটা করে ২০-৩০ হাজার গরুর মাথা কাটে। তাহলে ভারতে গরু কোরবানীর নিষিদ্ধের নেপথ্যে কি শুরু মুসলমানদের সাথে শত্রুতার তাগিদে!
httpsর://www.google.com.bd/search?q=gadhimai+festival&espv=2&biw=1366&bih=634&source=lnms&tbm=isch&sa=X&ei=V7UeVam9K5WouQSsgoAw&ved=0CAYQ_AUoAQ#tbm=isch&tbs=rimg%3ACQVAxgK6O
বিষয়: বিবিধ
৩১৫৬ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
(http://goo.gl/QUz5qZ)।
(http://goo.gl/QUz5qZ)।আপনার কথামত ধরেই নিলাম গরু নয় মহিষ বলি দেয়া হয়, তাহলে মহিষওতো একটা প্রানী , সেই পশুকে কেন এমন নিংশংস ভাে ভাবে হত্যা করা হয়, আর আমরা মুসলিমরা অত্যন্ত সন্মানের সাথে সৃষ্টি কর্তার বিধান মেনেই গরু মহিষ বা পশু জবাই করে থাকি
গাধিমাইতে গরু নয় মহিষ বলী দেয়া হয়।
"Gadhimai festival is a sacrificial ritual that is held every 5 years at the Gadhimai Temple of Bariyarpur, in Bara District, about 100 miles (160 km) south of the capital Kathmandu in southern Nepal, near the Indo-Nepal border. The event involves the world's second largest sacrificial slaughter of animals after Hajj including water buffaloes, pigs, goats, chicken, rats, and pigeons – with the goal of pleasing Gadhimai, the goddess of power." (Wikipedia)
(http://goo.gl/QUz5qZ)।
(http://goo.gl/QUz5qZ)।
আপনার কথামত ধরেই নিলাম গরু নয় মহিষ বলি দেয়া হয়, তাহলে মহিষওতো একটা প্রানী , সেই পশুকে কেন এমন নিংশংস ভাে ভাবে হত্যা করা হয়, আর আমরা মুসলিমরা অত্যন্ত সন্মানের সাথে সৃষ্টি কর্তার বিধান মেনেই গরু মহিষ বা পশু জবাই করে থাকি
একটি জাতীয় দৈনিকের রিপোর্ট পড়ে পুরোই হতবাক...
দেশরত্নের আশির্বাদে ৬৪ টি জেলার ৪৪ জন জেলা প্রশাষকই হিন্দু। শতকরা ৯০% মুসলিম অধ্যুষিত দেশের প্রধান বিচারপতিও হিন্দু। প্রাথমিক বিদ্যালয়ের ৫৮% শিক্ষকই হিন্দু. কোনো কোনো বিদ্যালয়ের ৮৫% শিক্ষক মহোদয়গনই হিন্দু। প্রশাষন-ডিফেন্সের বড় বড় অধিকাংশ পদেই হিন্দু সম্প্রদায়ের লোকজন অধিষ্টিত। কথা হচ্ছে মুসলমানরা তাহলে কার খালু??? কোন্ পথে পাঁ বাড়াচ্ছি আমরা??
একটূ ভাবনার কথা , কি হতে যাচ্ছে এ দেশে ? কি ঘটতে পারে অদূর ভবিষ্য
মন্তব্য করতে লগইন করুন