মাননীয় অর্থ মন্ত্রীর কাছে প্রশ্ন কেন কওমি মাদরাসা পদ্ধতি ভয়াবহ বিপজ্জনক?
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৮ এপ্রিল, ২০১৫, ০৮:৪৮:২৩ রাত
"কওমি মাদরাসা পদ্ধতি ভয়াবহ বিপজ্জনক": অর্থমন্ত্রী
“এনজিও প্রতিনিধিদের সাথে প্রাক-বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে ২৬ থেকে ২৮ হাজার কওমি মাদরাসা আছে। আলিয়া মাদরাসাগুলো সরকারি সহায়তায় চলে। কিন্তু কওমি মাদরাসা পদ্ধতি ভয়াবহ বিপজ্জনক। এরা সরকারি অনুদান নেয় না। আমরা তাদের নিয়ন্ত্রণ করতে পারি না। তাই তাদের নিয়ে সরকার কতটুকু করতে পারে সেটা চিন্তার বিষয়। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে"৷
মাননীয় মন্ত্রীর কাছে কিছু প্রশ্ন
কওমী মাদরাসায় কথায় কথায় খুনখারাবি হয় না৷
ধর্ষণের সেঞ্চুরী এবং তার সেলিব্রেশন হয় না৷
লম্পট,
চরিত্রহীন,
দুর্নীতিবাজ,
ছিনতাইকারী,
টেন্ডারবাজ,
মিথ্যাচার,
প্রতারণা,
এসবই আপনাদের তথাকথিত আধুনিক ডিজিটেল শিক্ষাপ্রতিষ্ঠানে শেখানো হয়৷
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হাতেকলমে অস্ত্র চালনা, শিক্ষকদের গায়ে হাত তোলা, ইভটিজিং, বহুগামিতা সব আপনাদের সেক্যুলার শিক্ষাপ্রতিষ্ঠানে সগর্বে শিক্ষা দেয়া হয়৷
আপনার ভাষায় বুঝা যাচ্ছে, আলিয়া মাদরাসাকে পদাবনত করার পর আপনারা কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থা ধ্বংসের নীলনকশা আঁটছেন৷ কিন্তু লাভ নেই৷ ইলমে নববীর ধারা নিয়ন্ত্রণ অথবা সংকোচনের অপচেষ্টা করলে আপনাদের হাত পুড়ে যাবে৷
৷
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবু জান্নাত লিখেছেন : দূর্নীতিবাজ মন্ত্রী এমপিদেরজন্য জন্য অবশ্যই কাওমী মাদরাসা ডেঞ্জারেস, কারণ মসজিদের মিম্বরে দাড়িয়ে তাদের দূর্নীতি চরিত্র জনগণের কাছে তুলে ধরে, তাই। ধন্যবাদ।
সহমত
প্রাসঙ্গিক তথ্যঃ ২০০৮ এর নির্বাচনে ৬০% এর বেশি কওমী আলেম নৌকায় ভোট দিয়েছেন।
মন্তব্য করতে লগইন করুন