ইজতেমা নিয়ে তথাকথিত নামধারী আহলে হাদিসদের মিথ্যা অপবাদ ও চেলেঞ্জের জবাব !
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৭ জানুয়ারি, ২০১৫, ১০:১০:১২ রাত
ইজতেমা নিয়ে তথাকথিত বাতিল ফিরকা নামধারী আহলে হাদিস লিডার , মুর্খ আব্দুর রাজ্জাক বিন ইউছুফের মিথ্যা অপবাদ ও চেলেঞ্জের জবাব !
https://www.facebook.com/groups/213856132105898/permalink/269820553176122/
: আখেরী মুনাজাত :-
ইজতেমার ২৫/৩০ মিনিটের আখেরি মুনাজাত আমাদের নীতিগত বিষয়ের সাথে সম্পৃক্ত নয়। যেহেতু বৃহৎ মজমা এবং মজমার অধিকাংশ মানুষ মুসাফির আর মুসাফিরের দোয়া কবুল হয়। তাছাড়া দেশের সাধারন মানুষের সাথে সাথে প্রধান প্রধান ব্যক্তিদের উপস্থিতি ও মজমার সামগ্রিক বিবেচনায় দীর্ঘ আখেরী মুনাজাত করা হয়। যেখানে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। যেহেতু সবার কথাই মুনাজাতে বলা হয়। সেহেতু সকল পেশার মানুষ আখেরী মুনাজাতে শরীক হওয়ায় এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে।
বিষয়: বিবিধ
১০৮৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একদল লোক মিলে একটা বেদায়াত-এ অংশ নিতে বাড়ী থেকে বের হলো দুইশত মাইল লম্বা সফরে। তারা নীতিগত অর্থে সবাই মুসাফির। বেদায়াত-এ অংশ নিতে যাওয়ার নিয়তে সফরে বের হওয়া ঐসব মুসফিরদের দোওয়াও আাল্লাহ পাক কবুল করবেন, ঐ সফরে থাকাবস্থায়?
ইজতেমা বিষয়টা বেদাত? এমন হলে সম্পাদিত আরো অনেক ইসলামী কর্মকান্ডকে বেদাত আখ্যা দিয়ে ইসলামের বারটা বাজাতে কসুর করতে হবে না!!
২। তাবলিগ জামাআতের মরুব্বিরা বেদআতী কোন কর্মকান্ড করে বলে জানা নাই।
৩। ফাযায়েলের কিতাবটি নিয়ে অনেকে আপত্তি তুলেন। পৃথিবীখ্যাত কোন কিতাবটি ত্রুটি মুক্ত কোরআন ছাড়া?
=============================
১। কাকড়াইল নিসন্দেহে বাংলাদেশের তাবলিগ জামাআতের কেন্ত্র কিন্তু ইসলামের বিরুদ্ধে আঘাত আসলে কেন্দ্র থেকে কোন সেস্টমেন্ট দেওয়া হয় না কেন?
২। বিশেষ বিশেষ কারণে সম্মিলিত মোনাজাত জায়েজ কিন্তু 'আখেরি মোনাজাত' শব্দটি পরিতাজ্য নয় কেন?
মন্তব্য করতে লগইন করুন