বিনা উস্কানীতে মাদ্রাসার ছাত্রকে গুলি করার প্রতিবাদ ও নিন্দা জানাই
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৭ ডিসেম্বর, ২০১৪, ০১:৫২:১৫ রাত
বিনা উস্কানীতে মাদ্রাসার ছাত্রকে গুলি করার প্রতিবাদ ও নিন্দা জানাই
============================================
হাটহাজারী মাদরাসার এক ছাত্রকে পুলিশ গুলি করেছে বলে জানা গেছে। গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
ঠিক কি কারণে তাকে গুলি করা হয়েছে তা এখনো জানা যায়নি। এলাকাবাসী বলছে, তাকে তিন রাউন্ড গুলি করা হয়েছে। তার পাঁয়ে তিনটি গুলি করেছে । থানা কতৃ পক্হষ বলছে নাকী ঐ পলিশ সদস্য মানসীক রুগী , এখন প্রশ্ন হল একজন মানসীক রুগী হয়ে কি ভাবে সরকারী চাকরী , তথা নিরাপত্তার কাজ করতে পারে , তা আমাদের বুঝে আসেনা তবে মাদরাসার ছাত্ররা খবর শুনে থানা ঘেরাও করেছে বলে জানা গেছে। ঘেরাওয়ের মুখে পুলিশ বলেছে, মাদরাসার ছাত্রটি মারা যায়নি। তাদের হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনা ঘটেছে ঠিক হাটহাজারী থানার সামনে। বিনা উস্কানিতে অযথা গুলি করে মাদরাসা ছাত্র আহত করার ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই।এই নাস্তিক সরকারের সকল স্তরের কর্মচারীরা মনে হয় সবাই মানসীক রুগি হয়ে গেছে , এদের কে পাবনার পাগলা গারতে প্রেরণ করা উচিত ।
বিষয়: বিবিধ
১১৩১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লামা শফী কিছুদিন আগে ছাত্রলীগ, আওয়ামীলীগকে বন্ধু বলেছিলেন। এর প্রতিদান দিচ্ছে সরকার। কওমী হুজুরদের শত বছর পরেও সঠিক উপলব্ধি হবে না।
এটা অবশ্য ঠিক। কারন পুলিশ এর আচরন যে রকম অভদ্র ও নিষ্ঠুর কোন স্বাভা্বিক মানুষের পক্ষে এই আচরন সম্ভব নয়।
মন্তব্য করতে লগইন করুন