ইসলামীক কলামিষ্টদের দৃষ্টি আকর্ষন করছি ,বঞ্চিত প্রবাসীদের পাওনা আদায় প্রসঙ্গে ।

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৯ অক্টোবর, ২০১৪, ০১:৫৬:৫৮ দুপুর

আরব দেশে অনেক প্রবাসী কফিলের রোশানলে পডে, সর্বস্ব হারিয়ে নিজের পাওনা মুজুরীর টাকা ও উসুল করা ব্যতিরেকে দেশে পিরছেন অহরহ , বর্তমান আরব বিশ্বে এ জিনিসটা বেশী দেখা যাচ্ছে , শুনেছি যে শ্রমক নির্যাতনের অযুহাতে নাকি বিশ্ব কাপে ও গালফ ভূক্ত দেশ গুলোকে বারন করা হচ্ছে । তবে সেটা ভিন্ন কথা কিন্তু ৮-১০ বছর কাজ করার পরও বেতন না বাডানো,

বা বিভিন্ন সুযোগ সুবিধা যে গুলো দেয়ার কথা ছিল তা না দেয়া ,বা মাসিক মুজুরী না দেয়া বা দিলে ২,৪,৬,৮, মাসের বেতন আটকে রেখে কিছু কিছু দেয়া ,ইত্যাদ অনেক সমস্যায় ভূগছেন প্রবাসীরা , অনেক ভাই যারা এমন জুলুমের স্বীকার ওভুক্তভুগি এমন অনেকে আমাদের কে তারা প্রশ্ন করেছেন

এমতাবস্হয় কফিলের কাজে নিয়োজীত থাকা আবস্হায় যদি কফিলের অজান্তে , কফিলের মাল বা অন্য কিছু বিক্রি করে নিজের পাওনা টাকা বা হক্ব আদায় করা জায়েয হবে কি ,

,

আশা করি চিন্তা ভাবনা করেই কোরআন হাদীসের আলোকে মনবত্য কামনা করছি।

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279270
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:০৭
কাহাফ লিখেছেন :
এমন কঠিন পরিস্হিতিতে নিপতিত অসংখ্য প্রবাসী। ধারণাতীত শারিরীক-মানষিক নির্যাতনে কাটাচ্ছে প্রবাশ জীবন।
তাই বলে আপনার প্রস্তাবিত পন্হা সঠিক নয়।
০১ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৬
223770
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ,তবে এটা আমার ব্যক্তিগত প্রস্তাব নয় , তবে অনেক প্রবাসী এমন প্রশ্ন করেন , তাই জানতে ইচ্ছুক
279279
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২২
মামুন লিখেছেন : লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ। Thumbs Up Rose Rose Good Luck Good Luck
০১ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৬
223771
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ পডার জন্য
279345
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৩
ইবনে আহমাদ লিখেছেন : হারাম শরীফে প্রতিদিন একজন আলেম সকাল বেলা দারস দেন।
তিনি মক্কী নামে পরিচিত।
তিনি সিরাতে আলোচনায় বলেছিলেন - শ্রমিক তার প্রাপ্যটা না বলে নিতে পারে। তিনি কোন দলীল দেন নি। তিনি বলেছিলেন - ফকীহরা একমত।
আপনি সেই সিডি বাজারে পাবেন। মক্কা বা মদিনায়র বাজারে পাবেন।
০১ নভেম্বর ২০১৪ রাত ১২:৪৮
223772
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ তালাশ করে নেয়ার চেষ্টা করব ,

তবে অনেকে বলেছেন যে যত টুকু প্রাপ্য ঠিক ততটুকুই কেবল মাত্র নিতে পারবে এর বেশী নয় ,
279396
২৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সমস্যা তাতে বৃদ্ধিই পাবে। যেটা প্রয়োজন ছিলা সেটা আইনহত সহায়তার ব্যবস্থা রাখা এবং জনশক্তি রফতানির সময়ই এই বিষয়ে প্রয়োজনিয় পদক্ষেপ নেওয়া। কিন্তু আমাদের দেশের উচ্চ শিক্ষিত কর্মকুত্তারা যে সাধারন মানুষদের মানুষ বলেই মনে করেননা।
১৬ নভেম্বর ২০১৪ রাত ০১:৩৭
227829
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : কোথাও কোন দূতাবাসে নালিশ করে সমাধান পেয়েছে এমন নজির জানা নেই , কিন্তু ফিলিপাইন দূতাবাসে ৩ দিনের মধ্যে এ্যাকশ্যান নিতে স্বচোখে দেখেছি, আরও অন্যান্য দূতাবাসও কিন্তু বাংলাদেশ----------------------------?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File