নিজের নামে কুরবানী না দিয়ে মৃত বা জীবিত পিতা-মাতার নামে কুরবানী

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:২৮:৩৬ রাত

যে ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব, সে তার নিজের নামে কুরবানী না দিয়ে মৃত বা জীবিত পিতা-মাতার নামে কুরবানী দিলে তার নিজের কুরবানী আদায় হবে কিনা?

জাওয়াব: হানাফী মাযহাব মতে মালিকে নিছাব প্রত্যেকের উপর আলাদাভাবে কুরবানী করা ওয়াজিব।

যার উপর কুরবানী ওয়াজিব তার পক্ষ থেকেই কুরবানী করতে হবে।

যার উপর কুরবানী ওয়াজিব সে তার নামে কুরবানী না করে মৃত বা জীবিত অপরের নামে কুরবানী করলে ওয়াজিব তরকের কারণে সে কঠিন গুনাহে গুনাহগার হবে

যদিও বাবা মা-এর নামে কুরবানী করে; যাদের প্রতি কুরবানী ওয়াজিব নয়।

বিষয়: বিবিধ

১৩০১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264088
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:১৭
হতভাগা লিখেছেন : ইমাম যখন আসে ছুরি হাতে পশু জবাই করার জন্য তখন পশুটির ভাগ যাদের যাদের তাদের বলা হয় যে নাম দিতে । তখন যারা যারা ভাগে আছে তাদের নাম বলা হয় ।

এটা কি নাম হবে না পক্ষ হবে ?

কুরবানী আল্লাহর নামে করা হয় আর যারা যারা ভাগে থাকে তারা হয় পক্ষে - এটাই যে এতদিন জেনে আসছি তা কি ভুল ?

(আল্লাহই ভাল জানেন , তিনিই সর্বজ্ঞানী । আল্লাহ আমায় ক্ষমা করুন)
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২১
207651
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : কুরবানী আল্লাহর নামে করা হয় আর যারা যারা ভাগে থাকে তারা হয় পক্ষে
264107
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৭
মাহফুজ আহমেদ লিখেছেন : খুবই দরকারী পোস্ট।অশেষ ধন্যবাদ।
264138
১১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটু এডিট করে দিন। কুরবানি হবে আল্লাহর নামে তবে প্রত্যেক কুরবানি দাতার পক্ষ থেকে।
আমাদের দেশে এভাবে নিজের নাম না দিয়ে পিতা-মাতার নাম দেওয়া কে তাদেরকে সন্মান জানান বলে অনেকে মনে করেন। কিন্তু এতে যে ওয়াজিব কাজ নষ্ট হচ্ছে সেটা বুঝেননা।
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:২১
207649
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : Good Luck Good Luck Good Luck
264163
১২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এখানে বিশেষজ্ঞের মতামত অত্যন্ত জরুরী আশা করি মতামত রাখবেন। আমার জানামতে টুডেব্লগে অনেক বিশেষজ্ঞ আছেন। ধন্যবাদ সময় উপযোগী পোষ্টের জন্য।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File