নিজের নামে কুরবানী না দিয়ে মৃত বা জীবিত পিতা-মাতার নামে কুরবানী
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:২৮:৩৬ রাত
যে ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব, সে তার নিজের নামে কুরবানী না দিয়ে মৃত বা জীবিত পিতা-মাতার নামে কুরবানী দিলে তার নিজের কুরবানী আদায় হবে কিনা?
জাওয়াব: হানাফী মাযহাব মতে মালিকে নিছাব প্রত্যেকের উপর আলাদাভাবে কুরবানী করা ওয়াজিব।
যার উপর কুরবানী ওয়াজিব তার পক্ষ থেকেই কুরবানী করতে হবে।
যার উপর কুরবানী ওয়াজিব সে তার নামে কুরবানী না করে মৃত বা জীবিত অপরের নামে কুরবানী করলে ওয়াজিব তরকের কারণে সে কঠিন গুনাহে গুনাহগার হবে
যদিও বাবা মা-এর নামে কুরবানী করে; যাদের প্রতি কুরবানী ওয়াজিব নয়।
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা কি নাম হবে না পক্ষ হবে ?
কুরবানী আল্লাহর নামে করা হয় আর যারা যারা ভাগে থাকে তারা হয় পক্ষে - এটাই যে এতদিন জেনে আসছি তা কি ভুল ?
(আল্লাহই ভাল জানেন , তিনিই সর্বজ্ঞানী । আল্লাহ আমায় ক্ষমা করুন)
আমাদের দেশে এভাবে নিজের নাম না দিয়ে পিতা-মাতার নাম দেওয়া কে তাদেরকে সন্মান জানান বলে অনেকে মনে করেন। কিন্তু এতে যে ওয়াজিব কাজ নষ্ট হচ্ছে সেটা বুঝেননা।
মন্তব্য করতে লগইন করুন