প্রতিদিন কমপক্ষে কি পরিমান দরূদ পড়া উচিৎ
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১০ আগস্ট, ২০১৪, ০৯:৩৬:৩৫ রাত
বুযুর্গানে দ্বীনের মতে দৈনিক কমপক্ষে তিনশত বার দরূদ শরীফ পড়লে ইনশাল্লাহ অধিক পরিমান দরূদ শরীফ পাঠকারীদের অনর্ত্মভুর্ক্ত হবে। আর জুমআর দিনে অধিক পরিমানে দরূদ শরীফ পড়ার অভ্যাস করা উচিৎ- হাদীস শরীফে আছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: জুমআর দিনে আমার প্রতি বেশী পরিমানে দরূদ পাঠ কর।
সেদিন দরূদে ফেরেশতারাগণ শরীক হন এবং এ দরূদ আমার কাছে উপস্থিত করা হয় । (ইবনে মাজাহ- ওসওয়ায়ে রাসূলে আকারাম- পৃষ্ঠা-২৩৯)
অতএব আমাদের উচিৎ পাচ ওয়াক্ত নামাজের আগে পরে সংক্ষিপ্ত হলেও ১০০ বার করে দরূদ শরীফ পাঠের অভ্যাস করা যাতে মাত্র ২/৩ মিনিট সময় লাগে।
আর মাঝে মাঝে মুহাব্বতের সাথে দরূদে ইব্রাহীমি পাঠ করা। এছাড়া উঠতে বসতে, চলতে ফিরতে, বিনা অযুতেও দরূদ শরীফ পড়া যায়। আল্লাহ আমাদের সকলকে অধিক পরিমান দরূদ শরীফ পড়ার তৌফিক দান করূন। আমিন ।
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বার দরূদ শরীফ পড়লে ইনশাল্লাহ অধিক পরিমান
দরূদ শরীফ পাঠকারীদের অনর্ত্মভুর্ক্ত হবে।
বুজুরগানে দ্বিনের ধর্ম পালন না করাই ভালো। তবে যে হাদিস দিছেন তা পালন করি। আশাকরি বুজুরগানে দ্বিনের দলিল থেকে ফায়দা নিবেন না।
কেননা সব বোদআতি ভ্রষ্টতা আর সব ভ্রষ্টতা ই জাহান্নাম
মন্তব্য করতে লগইন করুন