আমরা এ দেশের সংখ্যালঘুদের জান-মালের হেফাজত নিজেদের জান-মালের মতোই মনে করি। হামলার নিন্দা জানাই

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১০ জানুয়ারি, ২০১৪, ০১:১৬:৩৪ রাত

যশোরের অভয়নগর, বাগেরহাটের মোরেলগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সমপ্রদায়ের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা জানানোর ভাষা খুজে পাচ্ছিনা ৷

দেশবিরোধী শক্তি সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্ট করে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানাতে পরিকল্পিতভাবে সংখ্যালঘু সমপ্রদায়ের বাড়িঘর ও ধর্মীয় উপাসনালয়ে ন্যাক্কারজনক হামলা করে যাচ্ছে। আওয়ামী লীগ এবং তাদের ভেতর ঘাপটি মেরে থাকা দোসররা এইসব হামলাকে পুজি করে এদেশের আলেম উলামা ও ইসলামী শক্তির কুকর্মের দায়ভার চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে তৎপর রয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের ভাষ্য মতে প্রায় সব খানেই আওয়ামী কেডার বাহিনীরাই এর সঙ্গে জডিত বলে সংবাদ বেরিয়েছে ৷

এই আওয়ামীলিগাররা কি চায় ?

সংখ্যালঘুরা কি মানুষনা ?

এরা কি এ দেশের বৈধ নাগরীক না ?

তাহলে এদের উপর কেন এই পৈশাশীক হামলা ?

কেন সরকার এই সকল নর পশুদের বিচার করেনা ?

এদেশের মুসলমানরা কখনো অন্য ধর্মাবলম্বীদের ওপর আঘাতে বিশ্বাসী নয়। আমাদের সামপ্রদায়িক সমপ্রীতির ইতিহাসে তাদের ওপর কটাক্ষ করারও কোনো নজির নেই। আমরা এ দেশের সংখ্যালঘুদের জান-মালের হেফাজত নিজেদের জান-মালের মতোই মনে করি।

ইসলাম দিয়েছে সকল জাতি ধর্ম বর্ন নির্বিশেষে সকল কে স্বাধীন ভাবে ধর্ম কর্ম ও বেঁচে থাকার অধীকার ৷

আমরা এ সকল হামলার তিব্র নিন্দা জানানোর সাথে সাথে দুষিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছি ৷

বিষয়: বিবিধ

১৭৯৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160931
১০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩২
ঈগল লিখেছেন : সংখ্যালঘুদের বিরুদ্ধে কারা আক্রমন করছে এটা সহজেই বুঝতে পারছি কিন্তু এর ক্রেডিট পাচ্ছে ঐ হামলা কারীরাই।
সংখ্যালঘুদের পাশে দাঁড়াচ্ছে নাস্তিক মুরতাদরা কিন্তু এখন পর্যন্ত কোন মাধ্যমেই জানতে পারলাম না কোন বড় ইসলামী দলের নেতারা তাদের পাশে দাঁড়িয়েছে। বড় কোন নেতা ক্ষতিগ্রস্থদের দেখতে গিয়েছে।
১১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩০
115538
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : চট্টগ্রাম ফটিক ছডি ও রামু সহ অন্যান্য জায়গায় ইসলামী আন্দোলন , হেফাজত ইসলাম সহ অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন খবরে পাবেন বা পেয়েছেন
১১ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৭
115583
সালাম বাংলাদেশ লিখেছেন : সাহায্যের খবর আপনি কিভাবে পাবেন ? মিডিয়া তো মিথ্যা দোষ চাপানোর খবর নিয়ে ব্যস্ত। নিরপেক্ষ মন নিয়ে নিরপেক্ষ হিন্দু কোন পরিবারের কাছে যান যাদের আশে পাশে জামাত , বিএনপি আম্লিগ সব লোক ই আছে এবং জিজ্ঞাসা করেন তাদের সাথে কোন দিন জামাতের লোকেরা অন্যায় আচরণ করেছে কিনা?
160932
১০ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩৩

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 7218

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> যমুনার চরে লিখেছেন : Sahih al-Bukhari 6924—Muhammad said: "I have been ordered to fight the people till they say: La ilaha illallah (none has the right to be worshipped but Allah), and whoever said La ilaha illahllah, Allah will save his property and his life from me."
160948
১০ জানুয়ারি ২০১৪ রাত ০৩:০৮
ভিশু লিখেছেন : আওয়ামী হায়েনার কাছে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান-আদিবাসী-নাস্তিক নির্বিশেষে কেউ নিরাপদ না! নিজেদের স্বার্থে ওরা যে কারো উপর হামলা করে সাবোট্যাজ করতে অভ্যস্ত!
১১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩১
115540
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : সত্যিই বলছেন
161013
১০ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪০
জাগো মানুস জাগো লিখেছেন : আওয়ামী লীগ এবং তাদের ভেতর ঘাপটি মেরে থাকা দোসররা এইসব হামলাকে পুজি করে এদেশের আলেম উলামা ও ইসলামী শক্তির কুকর্মের দায়ভার চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে তৎপর রয়েছে।
১১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৩১
115541
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File