ভারতের মতিউর রহমান মাদানী কে বাংলাদেশে অবান্ঞ্চীত ঘোষনা করা হউক

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৯ জানুয়ারি, ২০১৪, ০৯:২৩:৩৫ রাত

আহলে হাদীসের নামধারী এক জন আলেম মতিউর রহমান মাদানী বিভিন্ন ওয়েবসাইট,ইউটোব সহ নানান ভাবে বাংলাদেশের হক্কানী আলেমদের বিরুদ্ধে রিতীমত বিষোধাগার করে যাচ্ছে ৷যা অনেকেরই জানা থাকার কথা তাই এ নিয়ে মুহতারম মাওঃ মুহাম্মাদ হাবিবুর রহমান মিছবাহ - কুয়াকাটা ছাহেবের লেখা টি পাঠকদের উপস্হাপন করা হলো

**

মতিউর রহমান মাদানী বেশ কয়েক বছর পর্যন্ত বাংলাদেশের সকল আহলে হক আলেম ও ছহীহ ইসলামী সংগঠনগুলোর বিরুদ্ধে অপ-প্রচার চালিয়ে আসছে, আর বর্তমানে সে অপ-প্রচারের তীব্রতা আরো বেড়েছে। লক্ষ্য করলে দেখবেন, সে বা তারা যতো সমালোচনা ও মানুষের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে তা সব পরিক্ষিত আহলে হকদের বিরুদ্ধে। ওলামায়ে দেওবন্দ তো আছেন-ই। অথচ, আমরা কখনো মতিউর রহমান মাদানী গংদের নাস্তিক, নবীজির অবমাননাকারী কিংবা কুরআন প্রজ্জলনকারীদের বিরুদ্ধে বলতে শুনিনি। তাবলীগ, চরমোনাই, ক্বওমী মাদরাসাসহ কোনো হক কাফেলা-ই বাদ যায়নি তাদের অপ-প্রচারের খপ্পর থেকে। ওরা নাস্তিকদেরকে নাস্তিক বলতে ভয় পায়, তাই এবার নাস্তিক থেকে পাওয়া মোয়া খেয়ে আস্তিককে নাস্তিক বলতে শুরু করেছে। নাহয়, বাংলাদেশের একজন সার্বজনীন শ্রদ্ধেয় আলেম বুজুর্গ, হাজার হাজার আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাচ্ছির, মুফতী এমনকি অসংখ্য পীরের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফী দা.বা.কে নাস্তিক বলার দুঃসাহস পায় কোথায়? এরপরও তাকে বাংলাদেশের আলেম সম্পর্কে সমালোচনা করার জন্য কি কেউ ভাড়া করেছে? তার জন্ম তো বাংলাদেশে নয়? মতিউর রহমান মাদানী ১৯৬৭ সালের ১০ জানুয়ারী ভারতের মালদায় জন্ম গ্রহণ করে, আর সে যে হতভাগ্য বাবার ঔরষ থেকে দুনিয়ায় এসেছে তার নাম আব্দুল হাকীম। সে তো কখনো ভারত কর্তৃক কাশ্মীরের নিরীহ মুসলমানদের উপর হামলা, বাবরী মসজিদে হামলা, মুসলমান ও ইসলামকে কটাক্য করে চলচ্চিত্র নাটক প্রদর্শনীর বিরুদ্ধে কখনো বলেনি? তাহলে বাংলাদেশ নিয়ে তার এতো মাথা ব্যাথা কেনো? বাংলাদেশ থেকে তাকে এখনই অবাঞ্চিত ঘোষনা করতে হবে এবং বাংলাদেশের আলেম ওলামা ও পীর মাশায়েখদের বিরুদ্ধে ওকে যারা ভাড়া করেছে, তাদেরকেও চিহ্নিত করতে হবে। স্মরণ রাখবেন, টুপিওয়ালা দেখলেই সব টুপিওয়ালার জন্য পাগল হওয়া যাবে না। কারণ, বাদশাহ নুরুদ্দীন রহ. এর জমানায় যে দু’জন ইয়াহুদী নবীজি স. এর দেহ মুবারক চুরি করার জন্য গিয়েছিলো, তারাও কিন্তু টুপিওয়ালা ছিলো, দান সদকা করতো, সারা দিন-রাত তছবীহ পড়তো, কিন্তু উদ্দেশ্য কি ছিলো? বাংলা ভাই শায়খ রহমানরাও জিহাদ ও ইসলামের কথা বলতো, কিন্তু তারা ইসলামের নামে কি করেছে তা তো আমাদের সবারই জানা। ঐ টুপিওয়ালা ইয়াহুদীরা নেই, শায়খ রহমান, বাংলা ভাইরাও নেই, তবে তাদের বাচ্চা পোনা এখনো রয়ে গেছে, আর তারাই হলো এই মতিউর রহমানরা। এদের থেকে যদি এখনো সতর্ক হতে না পারি, তাহলে সঠিকভাবে ইসলাম পালন করা কঠিন হয়ে পড়বে। ঐ যে দেখেন নি! এক জসীমুদ্দীন রহমানী ওলামায়ে দেওবন্দসহ দেশের আলেমদের বিরুদ্ধে অপ-প্রচার চালিয়ে, খেলাফতের দোহাই দিয়ে তার আড়ালে কি করতো? আল্লাহ তা’আলা আমাদের সকলকে এসমস্ত ইয়াহুদী খৃস্টানদের এজন্ডা বাস্তবায়নকারী, ইসলামের লেবাসে সরল মুসলমানদের ধোকাপ্রদানকারী হতে হেফাজত করুন, আমীন।

মতিউর রহমান কতৃক অপব্যখা

https://islamicverse.wordpress.com/2012/03/20/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf-%e0%a6%93%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae-%e0%a6%b8/#respond

বিষয়: বিবিধ

৭০৫৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160861
০৯ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৫
শিশির ভেজা ভোর লিখেছেন : ইসলামে এত বিভেদ কেনো? এইজন্যই মুসলমানরা মার খাচ্ছে।
১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:২৯
115293
ধ্রুব নীল লিখেছেন : ঠিক বলেছেন
160871
০৯ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৩
সৈয়দ মোহাম্মদ আলী কবির লিখেছেন : আমার মনে হয় সে হচ্ছে ইহুদীদের চর এবং মুসাদের এজেন্ট
160907
১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:১৭
ঈগল লিখেছেন : মতিউর রহমান সাহেবের লেকচার শুনি না। কিছু শুনেছিলাম, বুঝার চেষ্টা করেছি উনি কোন মানসিকতার। আমার ভুল হলে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।

কিন্তু অবাক হলাম যখন আপনি মতিউর রমানীর সাথে শায়খ জসিমুদ্দীন রাহমানী (দা.বা)কে গুলিয়ে ফেললেন। আমি যতটুকু জানি আপনি একজন আলেম। তাই আশা করছি আপনি আমার কখা বুঝতে চেষ্টা করবেন।
আকাবিরে দেওবন্দীগণ নাবী রাসূল নন বা শায়খ জসিমুদ্দীন রাহমানী ফেরেশতা নন যে তারা ভুল করবেন না। তারা ভুল করতেই পারেন আর আমাদেরও অধিকার আছে তাদের ভুল নিয়ে অালোচনা করার। ভুল ভুলই। তাকে যেমন প্রশ্রই দেওয়া যাবে না তেমনী ভুলের সমালোচনা করতে গিয়ে সীমা লংঘন করাও যাবে না।

শায়খ জসিমুদ্দীন রাহমানী সাহেব আকাবিরে দেওবন্দীগণের কিছু কিছু হালকা সমালোচনা করেছেন এটা সত্য এবং সে ভুলগুলিকে আপনি অস্বীকার করতে পারবেন বলে আমার মনে হয় না।

জসিমুদ্দীন সাহেব আড়ালে কি করত তা আপনি পরিস্কার করেন নি। আমরা যতটুকু তার বয়ান শুনেছি তাতে মনে হয়েছে তিনি নাস্তিকদের হত্যার কথা বলতেন। এটা কি ভুল? যারা রাজিবকে হত্যা করেছে তারা কি ভুল করেছে? যদি এগুলি ভুল হয়ে থাকে তাহলে শ্রদ্ধানন্দকে হত্যাকারী দুই ভাই শহীদ আব্দুল্লাহ খান ও শহীদ আমীর খানও ভুল। সেই সময়ের যেসব ওলামা দুই ভায়ের পক্ষে ছিলেন তারাও ভুল!! যখন তিনশ মর্দে মুজাহিদ আল্লামা আহমাদ শফী (দা.বা)এর হাতে শহীদ হওয়ার জন্য বায়আত নিল তখন শায়খ জসিমুদ্দীন রাহমানীই ফতোয়া দিলেন বর্তমান সময়ে আহমাদ শফী (দা.বা) ছাড়া অন্য কারো হাতে বায়আত নেওয়া হারাম। রাহমানী সাহেব ভুল করেছেন?
যারা রাজিবকে হত্যা করেছে তাদের পক্ষে বাংলাদেশের কোন আলেমকে তো সমর্থন দিতে দেখলাম না, এমন কি হেফাজতও এই ব্যাপারে নিশ্চুপ!!!!!!!!!!ব্যতিক্রম জসিমুদ্দীন রাহমানী। যিনি আল্লামা আহমাদ শফী (দা.বা)সাহেবের এর ভুল নিয়েও আলোচনা করতে পারেন আবার দ্বীনের স্বার্থে জনগণকে আল্লামা আহমাদ শফী (দা.বা)এর ছায়াতলে সমবেত হবার আহ্বানও জানাতে পারেন। ন্যায়পরায়ণা এবং সাহসীকতার জ্বলন্ত উদাহরণ।


মহান আল্লাহর কাছে প্রার্থনা ছয়জন মর্দে মুজাহিদসহ রাহমানী সাহেবর মুক্তি দোয়া করছি, আলো দোয়া করছি, তিনি যেন আমাদের বিবেককে ন্যায়ের উপর প্রতিষ্ঠিত রাখেন।
160914
১০ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩৯
ঈগল লিখেছেন : তাহমিদ ইব্রাহীম সাহেব একটি চ্যালেঞ্জ দিয়েছেন, আপনার মন্তব্য জানতে চাচ্ছি।
160938
১০ জানুয়ারি ২০১৪ রাত ০২:০৪
সঠিক ইসলাম লিখেছেন : ঈগল ভাই,
শায়েখ জসীমুদ্দীন রহমানী ভাই এর আনসারুল্লাহ বাংলা টিম এর কর্ম পদ্ধতি সম্পর্কে জানতে চাই। কেন তিনি জেএমবির মত সর্টকার্ট পদ্ধতিতে যেতে চাচ্ছেন, আপনি সেই দলের সদস্য হয়ে থাকলে বলুন, কিভাবে এদেশে ইসলামী হুকুমত কায়েম হতে পারে।
১০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১২
115439
ঈগল লিখেছেন : প্রশংসা আল্লাহর জন্য।
আকাবিরে দেওবন্দীগণ ইংরেজ শাসনের বিরুদ্ধে যা যা পদক্ষেপ নিয়েছিলেন সেগুলিই হতে পারে ইসলাম ক্বায়েমের পদ্ধতি। আর জেএমবি বির্তক, এটা ছিল আরও কিছুদিন থাকবে। যারাই দ্বীন ক্বায়েমের জন্য দাওয়াহ ও জিহাদকে বেছে নিবে তাদেরকেই মনে করা হবে তারা জেএমবি পার্পাস সার্ভ করছে। এগুলি প্রচার মাত্র, যেমনভাবে হক্কানী ওলামাদেরকে ওহাবী আখ্যায়ীত করে থাকে একদল মাজারপূজারী আলেম!
-----
আমি আনসারুল্লাহ নামে একটি ওয়েবসাইটকে জানতাম। আনসারুল্লাহ নামে কোন দল আছে এটা শায়খ জসিমুদ্দিন গ্রেফতার হওয়ার পর মিডিয়ার মাধ্যমে জানতে পারি।
১০ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৭
115440
সঠিক ইসলাম লিখেছেন : তাহলে শায়েখ জসীমুদ্দীন রহমানীর সাথে ওলামায় দেওবন্দের কি কি বিষয়ে বিরধ আছে একটু জানাবেন কি ?
160940
১০ জানুয়ারি ২০১৪ রাত ০২:১৯
এলিট লিখেছেন : মতিউর রহমান মাদানী এর বাড়ি বাংলাদেশের দিনাজপুরে। তিনি ভারতীয় নন। উনার লেকচারে দেখবেন যে উনি কোরআন ও হাদিস উল্লেখ করে বক্তব্য দেন। উনার অবশ্যই ভুল হতে পারে। এমন কিছু ভুল ধরিয়ে দিন। তাহলেই তো উনার বিরুদ্ধে আপনার দাবী গ্রহনযোগ্য হবে। কোন রেফারেন্স ছাড়া "উনি বিভ্রান্ত করছেন" বললে মানুষ আপনার কথা শুনেই বিভ্রান্ত হবে।
নাস্তিক তো স্বীকারই করে যে সে নাস্তিক। তাদেরকে বলার কি আছে। বরং পীর পুজা, কবর পুজা ইত্যাদী করে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবী করে তাদের বিরুদ্ধে বলার অনেক কিছুই আছে। সত্য বলাতেই অনেকের আতে ঘা লাগছে। তবে আপনার কথা ঠিক আছে - আমাদের মতন পথভ্রস্ট মুসলিম দেশে উনার মতন লোক বাঞ্চিত নয়।
176426
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১১
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : তিনি মাদানী নন । শয়তানী । তার নামের সাথে মাদানী শব্দটা ব্যবহার করবেন না । তিনি সৌদি রাজতন্ত্রের দালাল । ইসলামে রাজতন্ত্র হারাম । তিনি সৌদি রাজতন্ত্রের বিরোদ্ধে আন্দোলন করা কুফরী বলে ফতোয়া দিয়েছেন । শুধু তাই নয় তার এই ফতোয়াটা আওয়ামী লীগ তাদের প্রয়োজনে সামান্য বিকৃত করে ব্যবহার করেছে ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File