সৌদিতে অভিবাসীরা ৮ বছরের বেশি থাকতে পারবে না
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৮ জানুয়ারি, ২০১৪, ০২:১১:৪০ রাত
সৌদি আরবে অভিবাসীরা আট বছরের বেশি থাকতে পারবে না। দেশটির সরকার নিজেদের নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য একটি আইন পাস করার পদক্ষেপ নিচ্ছে। এই আইন পাস হলে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের অনেক শ্রমিককে দেশে ফিরে আসতে হবে। খবর এনডিটিভির।
সৌদির শ্রম মন্ত্রণালয় নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য 'নিতাকাত' নামের একটি আইন পাসের চিন্তা করছে। এই আইনে এ ধরনের একটি ধারা সংযুক্ত করা হচ্ছে। এর ফলে দেশটিতে বিদেশি শ্রমিকের সংখ্যা কমে আসবে। এর ফলে সৌদির নাগরিকরা অধিক বেতনে চাকরি পাবে। প্রস্তাবিত আইন অনুযায়ী একজন অভিবাসী যদি তার স্ত্রী এবং দুই সন্তান নিয়ে বাস করে তাহলে সেই পরিবার দুইজন শ্রমিক হিসেবে বিবেচিত হবে। দম্পতি দেড় পয়েন্ট এবং দু্ই সন্তানকে অর্ধেক পয়েন্ট ধরে আর একজন শ্রমিক হবে। একজন অভিবাসী তিনজন শ্রমিক মানের সঙ্গী নিয়ে থাকতে পারবে। তবে ফিলিস্তিনিদের মতো যারা স্বদেশচ্যুত তারা এর আওতায় পড়বে না।
http://www.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDFfMDhfMTRfMV8zMV8xXzk5NzAy
বিষয়: বিবিধ
২২০৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7218
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> যমুনার চরে লিখেছেন : খচ্চর আকৃতির রকেট বিজ্ঞানের পন্ডিত?মন্তব্য করতে লগইন করুন