আন্তর্জাতীক নাম দিয়ে আন্তর্জাতীক মান বজায় না রাখলে এমন সমালোচনা আসাই স্বাবাভাবিক

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৯ ডিসেম্বর, ২০১৩, ১২:৪০:৫৬ রাত

পাকিস্তান এবং পাকিস্তানী দূতাবাসের বিরুদ্ধে গণজাগরণ মঞ্চও অন্যান্যদের তৎপরতা দেখে ভাবছি, একইরকম উদ্দীপনা তো ভারতের বিরুদ্ধেও হওয়া প্রয়োজন ছিল। সুজাতা সিং এর

মাধ্যমে এদেশের

নিবার্চনে কে আসবে? কে আসবে না?

তা নিয়ে দিল্লীর নাক গলানোও একই

পর্যায়ের ধৃষ্টতা।পাকিস্তানী

হানাদার থেকে স্বাধীনতা লাভ

করেছি দিল্লীর দাসত্ব করার জন্য নয়।

তাছাডা আন্তর্জাতীক আদালতের নাম দিয়ে যেখানে দেশীয় আইন ও বিধি-বিধান মানা হয়নি , এ ক্ষেত্রে তো পৃথিবীর বহু অন্তর্জাতিক দেশ ও সম্প্রদায় এ টাইবুনালের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু তাদের বিরুদ্ধে তো গন জাগরনের কেউ মুখ খোলার ও সাহস পায়নি , তাছাডা আন্তর্জাতিক নাম না দিয়ে দেশীয় ট্রাইবুনালে বিচার করলে ,কেউ কোন কথা বলত বলে মনে হয়না ৷

সুতরাং অন্তর্জাতীক শব্দটা বাদ দিতে পারেন কতৃপক্ষ ,

আন্তর্জাতীক নাম দিয়ে আন্তর্জাতীক মান বজায় না রাখলে এমন সমালোচনা আসাই স্বাবাভাবিক ৷

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File