গীতা সরকার-হাসিনা সরকারের মর্মস্পর্শী কথোপকোথন , ১৬ কোটি মানুষের মনে কথাই তিনি বলেছেন , ও টকশো
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৩ ডিসেম্বর, ২০১৩, ০১:৫৬:৪৩ রাত
প্রথম আলোর বিবরণ অনুযায়ী গীতা হাসিনাকে অকপটে বলেন,
**‘আমরা আপনাদের তৈরি করছি,
***আপনারা আমাদের তৈরি করেন নাই।
***আমরা আমাদের স্বামীরটা খাই।
**** আপনারা আমাদের নিয়ে ছিনিমিনি খেলছেন।...
****আমরা ভাল সরকার চাই...
*****আমরা অসুস্থ সরকার চাই না।’
কাঁদতে কাঁদতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এভাবেই আকুতি আর তীব্র ক্ষোভের কথা জানালেন অবরোধের সময় বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ গৃহবধূ গীতা সরকার।
প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নাশকতার আগুনে পোড়াা মানুষগুলোকে দেখতে যান। তাঁদের চিকিৎসার খোঁজ নেন ও সান্ত্বনা দেন। এ সময় গীতা সরকার প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়ে ক্ষোভের কথা বলতে থাকেন। সাংবাদিকেরা প্রধানমন্ত্রী ও গীতার এই কথোপকথন ধারণ করেন।
**** গীতা: ওরা যে বোমগুলো মারে বা যাই মারে, ওদের শনাক্ত করুন এবং যারা অর্ডার দেয় তাদের পরিবারের লোককে ধরে ধরে আপনারা আগুনে পুড়িয়ে দেন।
***** ওরা অর্ডার দিতে পারে, আমাদের তো রক্ষা করতে পারে না। আমাদের জন্য আপনারা সরকার।
****প্রধানমন্ত্রী: এই জিনিসটা কখনও দেখি নাই...
****গীতা: আমরা আপনাদের তৈরি করছি, আপনারা আমাদের তৈরি করেন নাই। আমাদের স্বামীরটা আমরা খাই। আপনারা আমাদের নিয়ে ছিনিমিনি খেলছেন।
***** ওনারে এক হইতে বলেন, আপনারা সবাই এক হন। হয়ে আমাদের রক্ষা করেন।
প্রধানমন্ত্রী: এভাবে আগুন দিয়ে মানুষ পোড়ায়া মারা, এটা তো কোন আন্দোলন না...কিছু না।
এটা আমার জীবনে আমি কখনও দেখি নাই।
গীতা: ‘যারা বলে হরতাল দিবো, তাদের সঙ্গে...হরতালের যে যে ঘটনা হয়, তাদের পরিবারের সঙ্গে সেটা হোক। আপনারা সেটাই এখন করেন...
আসলে এ কথা গুলো বাংলার ১৬ কোটি মানুষের মনে কথাই তিনি বলেছেন ,
এমন হৃদয় বিদারক ঘটনা আমরা দেখতে চাইনা
প্রশ্ন :- মানুষের কল্যানে রাজনিতী করলে এমন দৃশ্য কেন ?
আর মানুষকে যদি এ ভাবেই হত্যা করা হয় তাহলে দেশ চালাবে কুকুর-বিডাল দিয়ে নাকি ?
টকশো :-- http://www.bdtomorrow.com/talkshowdetail/detail/40401
সরা সরি ভিডিও
https://www.facebook.com/photo.php?v=10152081845642700
বিষয়: বিবিধ
১৫৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন