জাতি ধর্মহীনতার দিকে হাজার মাইল বেগে ধাবীত হচ্ছে ৷
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৫ নভেম্বর, ২০১৩, ০৪:১১:৩৪ বিকাল
আমি আজ বাংলাদেশে এক ব্যবসায়ীর
সাথে ফোনে কথা বললে তিনি জানান যে , আজকে দেশের রাজনীতি পরিস্হিতীর কারনে সৃষ্ট সহিংসতায় হরতাল মারা-মারি , হত্যা, গুম , এর কারনে যতটুকু উদ্গীন্ন নই , {যদি তাও কাম্য নয় }
তার চেয়ে হাজার গুন বেশী উদ্গীন্য এই জন্য যে ,
আজ এ আওয়ামী সরকারের কারনে দেশ-জাতি ও দেশের মানুষ ধর্মহীনতার দিকে হাজার মাইল বেগে ধাবীত হচ্ছে ৷ যার কারনে এ জাতি আরও খারাপ পরিস্হিতির দিকে অগ্রসর হচ্ছে ৷এ মুহুর্তে এর লাগাম ধরতে না পারলে এ জাতির সর্বনাশা ও বিপর্যয় অনিবায্য ৷
বন্ধুগন আপনাদের মতামত দিন
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন