একটু খানি সচেতনতা

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৫ নভেম্বর, ২০১৩, ০২:৫৫:৫৪ দুপুর



আপনি যতই বড নামী-দামী মানুষ হউন না কেন ,,এক দিন আমাকে আপনাকে এ নশ্বর ছেডে না ফেরার পথে পাঁডী জমাতে হবে

আপনি যতই দামী শ্যাম্পু দিয়ে মাথার চুল পরিষ্কার করেন ন কেনো – একদিন ঠিকই এইগুলো খুলে যাবে। আপনি মারা গেলে আপনার মাথার চামড়া পচে যাবে, চুলগুলো খুলে যাবে – মাটিতে ছড়িয়ে পড়বে।

আপনি যতই দামী কসমেটিকস দিয়ে চেহারাকে সাজান না কেনো - একদিন ঠিকই এর গোশত খুলে খুলে পড়বে। আপনি মারা গেলে আপনার চেহারাটাও পচে যাবে, গোশত খুলে হাড্ডি বের হয়ে আসবে।

এইটা ধর্তব্য বিষয় না আপনার চেহারা কতটুকু সুন্দর ছিলো বা কতটুকু খারাপ ছিলো।

আপনি যতই দামী লোশান দিয়ে আপনার শরীরটাকে সুন্দর করে রাখেন না কেনো – আপনি মারা গেলে ঠিকই এই সুন্দর শরীরটা পচে যাবে। পোকা ও কীট পতংগ খাবে।

চিন্তা করে দেখুন – আপনার শরীরে একটা পোকা উঠে কুড়েকুড়ে খাচ্ছে – আপনি সামান্য হাত পর্যন্ত নাড়াতে পারছেন না পোকাটাকে তাড়ানোর জন্য। অথচ দুনিয়ার জীবনে আপনি কত শক্তিশালী ছিলেন!

এই অবস্থায় আপনার ঈমান ও আমল ছাড়া আর কোনো কিছু কাজে আসবেনা।

ঈমান এনে নেক আমল করলে সেইগুলো আপনাকে কবরের আজাব থেকে রক্ষা করবে। আপনি নামায পড়বেন সেটা আপনার কবরের জন্য আলো ও শান্তির কারণ হবে।

আপনি পেশাব করে পানি নিতেন না, বা পবিত্রতা অর্জন করার সময় অসতর্ক থাকার কারণে পেশাব লাগতো গায়ে, কবরে আজাব হবে।

আপনি অন্যের গীবত করে বেড়াতেন, চোগলখুরী ও মানুষের সম্মুখে ও পশ্চাতে নিন্দা করে বেড়াতেন – আপনার কঠিন শাস্তি হবে করবে।

আপনি প্রতিদিন রাতে নিয়মিত সুরা মুলক তেলাওয়াত না করে ঘুমাতেন না, সেটা আপনাকে কবরে এই আজাব থেকে রক্ষা করবে। এমনকি এটা কেয়ামতের দিনে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়েই যাবে।

এইবার বুঝতে পেরেছেন – প্রতিদিন রাতে সুরা মুলক পড়ার গুরুত্ব!

অলসতা করবেন না, আর এটা এমন কঠিন কিছুই না।

প্রথম প্রথম একটু বা অনেক কষ্ট হবে। কয়দিন একটানা পড়তে পড়তে দেখবেন সহজ যাবে, ইন শা’ আল্লাহ। পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেলে ৫-৬ মিনিটের বেশি লাগবেনা পুরাটা পড়তে।

তা না পারলে কম করে হলেও একবার আয়াতুল কুরসী পডে শোয়ার চেষ্টা করুন এতে ঊভয় জাহানের সমস্যার সমাধান পাবেন ৷

এর সাথে পারলে সুরায়ে বাকারার শেষ ২ আয়াত তেলাওয়াত করে শোয়ার চেষ্টা করুন ৷ পারলে অন্যান্য দোয়া দরুদ

কমাজকম

ঘুমের দোয়াটা আল্লাহুম্মা বিইছমিকা আমুতু ওয়া আহ্-ইয়া পডে শোয়ার অভ্যাস করুন

আল্লাহ আমাদের ইহকাল ও পরকালে নিরাপত্তা ও ক্ষমা দান করুন,

বিষয়: বিবিধ

১৬২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File