মহিলাদের তুলনা করা যায় একমাত্র রাণীর সাথে, ফুলের সাথে। আল্লামা আহমদ শফী
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০২ নভেম্বর, ২০১৩, ০৮:২৩:৫০ রাত
আজকে
শনিবার বিকেলে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।
‘মহিলাদের তুলনা করা যায় একমাত্র রাণীর সাথে, ফুলের সাথে। এরপরও সরকারের মন্ত্রী-এমপিরা আমার বিরুদ্ধে অনেক কথা বলেছে। কিন্তু আমি তার প্রতিবাদ করেনি। এর বিচার আল্লাহ করবে।’
শনিবার বিকেলে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আহমেদ শফী বলেন, ‘বর্তমান সরকারের মন্ত্রীরা চরম মিথ্যাচার করছে। কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার করছে। তাদেরকে বলতে চাই কওমি মাদরাসায় হাত দেবেন না, হাত জ্বলে যাবে।’
তিনি বলেন, ‘কওমি মাদরাসার জন্য কোনো সনদ প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন মনদ। কওমি মাদরাসা কখনো সরকারের নিয়ন্ত্রণে ছিল না। আশাকরি এ সরকারও তার নিয়ন্ত্রণে নিতে পারবে না।’
মহিলাদের পড়ালেখার ব্যাপারে শফী বলেন, ‘মহিলারা লেখাপড়া করতে পারবে, তবে তা করবে পর্দা মেনে।’
হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা হেফাজতের সভাপতি মাওলানা সালাউদ্দিন নানুপুরী।
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন