সৌদি প্রবাসীদের উদ্দেশ্যে, তাছ্-রিয়াহ ব্যতিরেকে হজ্ব পালনের শাস্তি অনতিবিলম্বে নির্বাসন। এবং ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১০ অক্টোবর, ২০১৩, ০২:৩১:০৬ দুপুর
সৌদি প্রবাসীদের উদ্দেশ্যে
*****************
যারা এ বছর পবিত্র হজ্ব আদায় করার মনোস্হ করেছেন , তারা হজ্বের অনুমতি পত্র নিয়েই হজ্বে আসার চেষ্টা করবেন কারণ হজ্জের তাসরিহ বা পাস ছাড়া যারা হজ্জ করবেন তাদের শান্তি অনতিবিলম্বে নির্বাসন। এবং ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা , অর্থাৎ আগামী ১০ বছরের মধ্যে সৌদিতে প্রবেশ নিষেধ , ইতিমধ্যে এই কানুন কার্য্যকরী হয়েছে বলে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে ৷
আর কাঁচা-পাকা ও পাহাডি সহ সকল রাস্তায় চেক পোষ্ট বসনো হয়েছে অবৈধ প্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে ৷ সঙ্গে সঙ্গে বাছ্ মা বা হাতের ছাপ্ নিয়েই সাজা কার্য্যকরী করা হচ্ছে ৷ সুতরাং সাধু সাবধান !
আর অবৈধ হাজী {তাছরিয়াহবিহীন} বহন কারীকে এক বছরের কারাদন্ড সহ ১০ হাজার রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে , ক্ষেত্র বিশেষে এ জরিমনা আরও বাডার অশংকাও আছে , ে তবে এ সকল ক্ষেত্রে কোন সিথিলতা সুপারিশ বা দেন-দরবার গ্রহন যোগ্য হবেনা বলে সাফ্ জানিয়ে দেয়া হয়েছে ৷
http://sabq.org/S2Ffde
বিষয়: বিবিধ
১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন