মাদরাসাকে জঙ্গি আস্তানা প্রমাণের পুরাতন ষড়যন্ত্র আবার শুরু হয়েছে।
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৮ অক্টোবর, ২০১৩, ১২:২৬:৪৫ রাত
মাদরাসাকে জঙ্গি আস্তানা প্রমাণের পুরাতন ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। এজন্য সকল মাদরাসা কর্তৃপক্ষকে সাবধান হতে হবে। কোন সরকারী দালাল যেন ছদ্দবেশে কিংবা পুলিশের চেকের নামে ঢুকতে না পারে। আর ঢুকলেও সতর্ক থাকতে হবে। যেন তারা নিজের হাতে কিছু রেখে মাদরাসার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন না করতে পারে।
লালখান মাদরাসার ঘটনাটি এদিকেই ইংগিত করছে। বিস্ফোরিত হল আইপিএস। হলুদ মিডিয়া ছড়াচ্ছে গ্রেনেট। তারপর পুলিশের প্রবেশ এবং কথিত হলুদ সাংবাদিকদের প্রবেশ। তারপরই নাকি পাওয়া গেছে কথিত গ্রেনেট। সেই গ্রেনেট কে রেখেছে? বাংলানিউজ২৪ গং হলুদ সাংবাদিকরা? না পুলিশলীগ? এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতির সামনে।
আজ শেষ রাতে তাহাজ্জুদ পড়ে দ্বীন রক্ষার দুর্গ মাদরাসা শিক্ষা ধ্বংসের এ ষড়যন্ত্র যেন আল্লাহ তাআলা নিজ কুতরতে রুখে দেন, এজন্য অশ্রুসজল চোখে দুআ করুন।
হে আল্লাহ! জালিম আর মিথ্যুকদের হাত থেকে তোমার দ্বীনের মারকাজকে হিফাযত কর। জালিমের সকল যড়যন্ত্র নস্যাৎ করে দাও। আমীন ছুম্মা আমীন।
বিষয়: বিবিধ
১০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন