দাঁডি রাখতে মাতা পিতা নিষেধ করলে ও মাতা-পিতার কথা মান্য করা যাবেন
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৪৫:১১ রাত
দাঁডি রাখতে মাতা পিতা নিষেধ করলে ও মাতা-পিতার কথা মান্য করা যাবেনা ৷
********************************************************
এক ভাইয়ের প্রশ্ন - তাই সকলের সাথে শেয়ার না করলে মন মনেনা তাই শেয়ার করলাম ৷আস সালামু আলাইকুম, আমার বয়স ২২ বস, আমার মুখে দাড়ি কম। আমি নিয়ত করেছি দাড়ি রাখবো। কিন্তু আমার বাবা-মা বলছেন, আরো দুই-তিন বছর পর রাখতে। এ ক্ষেত্রে ইসলাম কি বলে?
–
উত্তর: টা এমনই
দাড়ী রাখা ইসলামের একটি গুরুত্বপূর্ণ আমল, যা হাদীসে দ্বীন ইসলামের চিহ্ন বলে বিবেচিত। নবী কারীম সা. অসংখ্য হাদীসে দাড়ী রাখার উপর গুরুত্বারোপ করেছেন, এবং জোড়ালোভাবে দাড়ী লম্বা রাখতে নির্দেশ প্রদান করেছেন। তাই দাড়ী রাখা নবী সা. এর নির্দেশ ও ওয়াজিব। যা পালন করা প্রত্যেক মুসলমান পুরুষের কর্তব্য। এমন গুরুত্বপূর্ণ নির্দেশের ব্যপারে মা-বাবা বাধ সাধলে এ ক্ষেত্রে তাদের কথা মান্য করা যাবে না। কেননা মহান রাব্বুল আলামীন ও তাঁর রাসূলের নির্দেশের মুকাবেলায় দুনিয়ার কারো নির্দেশই পালনযোগ্য নয়। সেমতে আপনি দাড়ী রাখুন এবং মা-বাবাকে হিকমত ও আদরের সাথে বুঝাতে থাকুন ও তাদের হেদায়াতের জন্য দোয়া করুন।
আরও জানতে এখানে আসুন
http://351224351224.blogspot.com/2011/12/blog-post_4442.html
বিষয়: বিবিধ
২০৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন