মাদ্রাসার ছাত্র কমানোতো দূরের কথা ,১০০ গুন বাডবে

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৫ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৫৫:৩৭ রাত



বাংলাদেশে জয়ের স্বপ্ন কোনো দিনই বাস্তবায়ন হবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের জোটের ব্যাপক ভরাডুবির জন্য জয়ের কাণ্ডজ্ঞানহীন বক্তব্যই যথেষ্ঠ।”

তার ভাষায় মাদ্রাসার ছাত্র কমানোর মিশন স্বপ্নে ও বাস্তবায়ন সম্ভব নয় , বাস্তব দূরে থাক !

নাইন ইলেবেনে টুইন টাওয়ার হামলার আগে ৫০ বছরে যে পরিমান অমুসলিম ইসলাম গ্রহন করেছে , টুইনটাওয়ার হামলার পরবতি ৫ বছরে তার ছেয়ে বেশী মানুষ ইসলাম গ্রহন করেছে , হামলার পর পর অমুসলিম রা

আরও ভাল ভাবে ইসলামকে জানার জন্য অধীক আগ্রহ নিয়ে ইসলামের ভূল ধরার জন্য গবেষনা শুরু করে ৷

পরবতিতে তারাই ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে ৷

তাই জয়ের এ অপপ্রচারে ইসলাম বা মাদ্রাসার তো ক্ষতি হবেই না ,

বরং তাদের জন্যই ধবংশ ডেকে আনবে

ইদানিং বড বড কওমী মাদ্রাসার খোজ নিয়ে জানা গেছে অন্যান্য বছরের তুলনায় এ বছর নতুন ছাত্র সংখ্যা অনেক বৃদ্ধি পাওয়ায় আসন সংকটে পডেছে অনেক প্রতিষ্ঠান ৷

তাই জয় গংদের যদি শুভ বুদ্ধির উদয় হয় তাহলে মাদ্রাসার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিয়ে শত শহস্রবার ভেবে দেখার অনুরোধ করছি

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File