একতা এখন সময়ের দাবী
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৫৭:১৫ রাত
একতা এখন সময়ের দাবী
আমার প্রিয় মাতৃভুমি স্বাধীন বাংলাদেশ ,এ দেশ নিয়ে আমরা গর্ববোধ করি আমরা সকলেই দল মত নির্বিশেষে যার যার অবস্হানে থেকে স্বাধীন ভাবে ধর্ম কর্ম করেই ঈমান আমল নিয়েই বাঁচতে চাই ৷ তা কি আমরা পাচ্ছি ৷ বর্তমান মুসলমনাদের অবস্থা এখন বড়ই খারাপ। কোথাও তারা নিরাপদ নয়। না দেশে, না বিদেশে। না মুসলিম রাষ্ট্রে, না বিধর্মী রাষ্ট্রে। গোটা পৃথিবীতে যখন ইসলামের শত্রুরা মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত। মুসলমান দেখলেই “সন্ত্রাসী” উপাধী দিয়ে হেনস্থা করার অপচেষ্টা করা হচ্ছে। ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম, অসাম্প্রদায়িক ধর্ম আখ্যা দেওয়ার জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে উপর্যুপরিভাবে। মুসলমানদের ইসলামী শিক্ষালয়কে সন্ত্রাসীকেন্দ্র আখ্যা দেবার হিন কর্মকান্ডে লিপ্ত। ঠিক এমনি সময় মুসলমানরা আজ শতধা বিভক্ত। মুসলমনদের মাঝে ধর্মীয় কোন্দলের সয়লাব।
অথচ এখন সবচে’ প্রয়োজন হল মুসলমানদের মাঝে একতা সৃষ্টি করা। ঐক্যমত্ব প্রতিষ্ঠিত করা। নবীজী সাঃ এর কালিমায়ে তায়্যিবার প্লাটফর্মে এক হওয়া আজ সময়ের আবশ্যকীয় দাবি। আমরা সকলেই ঐক্যের কথা বলি , বক্ততার মঞ্চ কাঁপিয়ে তুলি তবে ঐক্য নামক সেই মহামূল্যবান হরিনটা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যায় , কেন তা এমনটি হয় জানিনা৷
যখন মুসলমানদের দুশমনরা মুসলমানদের উপর হামলা করে, তখন তারা এটা দেখেনা যে, সে কি দেওবন্দী না বেরেলবী? সে কি মুকাল্লিদ না গায়রে মুকাল্লিদ? সে কি কিয়াম করে না করেনা? সে কি মাজারে যায় কি যায়না? “লোকটি মুসলমান” কেবল এই অপরাধেই হত্যা ও নির্যাতন করা হয়। এমন কি ইসলাম ও মুসলমানদের নিদর্শন আমাদের প্রিয় নবীর দাঁডি, টুপি, পায়জামা -পাঞ্জাবী ,জুব্বা পাগডী ইত্যাদী পরে চলা ফেরা করাও দোষনীয় হয়ে পডেছে ,দেখলেই অকথ্য অমার্জনীয় বিশ্রী ভাষায় এক জন মুসলিম কে মৌলবাদী , ধমান্ধ, রাজাকার সন্ত্রাসী বলতে দ্বীধাবোধ করেছেনা আজকে নাস্তিক্য বাদে বিশ্বাসী কিছু কুলাঙ্গার ৷ এমতাবস্হায় সকল দ্বিধাদন্ধ কে পিষ্ট করে , কোন পেরক্বা বন্দির আশ্রয় না নিয়ে সকল কে ইমান-আমল , ইসলাম ও কোরানের হেফাজত ওআমাদের প্রিয় নবী সাঃ এর দাওয়াতী মিশনের বাস্তবায়ন সহ এর প্রচার প্রসারে এ দেশের সকল আলেম-ওলামা ও তৌহিদী জনতাকে একই প্লাট ফ্রমে এনে দ্বীন কায়েমের সংগ্রামে ঝাপিয়ে পডতে হবে ৷ আল্লাহ আমাদের সকলের সহায় হউক ৷ আমিন
ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যেদেনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আছহাবিহী ওয়া বারিক ওয়াসাল্লিম
বিষয়: বিবিধ
১৫৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন