সুরা ফাতিহার বঙ্গানুবাদ সংক্ষিপ্ত ব্যখা সহ
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৯ আগস্ট, ২০১৩, ০১:৪৭:৩৫ রাত
সুরা ফাতিহা
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি
দয়ালু।
যাবতীয পরশংসা আললাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকরতা।
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
যিনি বিচার দিনের মালিক। [ কেয়ামতের দিনের মালিক]
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
আমাদেরকে সরল পথ দেখাও,
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। [ অথাৎ নবী-রসুল,ছিদ্দিকীন ও শোহাদায়ে কেরামের পথ ] তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। [ অথ্যৎ ইহুদ-নাসারাদের পথ নয় ]
ব্যখ্যা
রসুল সাঃ এরশাদ করেছেন যে আল্লাহ তায়লা বলেছেন সূরাতুল ফাতেহা আমার ও বান্দার মধ্যে ২ ভাগে বিভক্ত ,
অধেক আমার জন্য ও অধেক বান্দাদের জন্য বান্দারা যে যা চায় ,তা তাদের কে দেয়া হবে ,
এর পর রসুল সাঃ এরশাদ করেছেন
বান্দা যখন বলে الحمد لله তখন আল্লাহ বলেন আমার বান্দাগন আমার প্রসংশা করেছে ৷ আর যখন বলে الرحمن الرحيم তখন আল্লাহ বলেন তারা আমার মহত্ব ও শ্রেষ্ঠত্ব বননা করেছে ৷ আর যখন مالك يوم الدين বলে তখন আল্লাহবলেন আমার বন্দাগন গুনগান করছে ৷
আর যখন বলেন اياك نعبد واياك نستعين
তখন আল্লাহ বলেন এ আয়াতটি আমি এবং আমার বান্দাগনের মধ্যে সংযুক্ত ৷
কেননা এর এক অংশে আমার প্রসংশা ও অপর অংশে বান্দাদের দোয়া ও আরজ রয়েছে ৷ এ সঙ্গে এ কথাও বলা হয়েছে যে আমার বান্দারা া যা চাইবে তা পাবে ৷আতঃপর বান্দা যখন বলে اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولاالضالين তখন আল্লাহ বলেন এই সবই আমার বান্দাগনের জন্য وএবংতারা যা চাইবে তা পাইবে
[মাযহারী ] মারেফুল কোরআন ৬৩ পৃঃ ২য় খঃ
চলবে---------
বিষয়: বিবিধ
৩১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন