ময়লার ‘ডাম্পিং স্টেশন’ থেকে বস্তাবন্দি অজ্ঞাতসংখ্যক লাশের কঙ্কাল, মাথার খুলি হেফাজতে ইসলামের কর্মীদের লাশ গুমের অভিযোগকে সত্য প্রমান করছে
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৪ আগস্ট, ২০১৩, ০৮:৫৪:৩৮ রাত
আস্তে আস্তে ৫/৬ মে'র কালো রাত্রে শহীদী চত্তরে শহীদ হওয়া মানুষদের দেহবশেষ মিলছে। এইসব দেহাবশেষ সেই কালো রাত্রের ঘটনায় শহীদ হওয়া মানুষদের সাদা কভার্ড ভ্যানে করে রাতারাতি ফেলে দেয়া হয়েছিল এইসব ময়লার ডিপুতে। সেদিনকার সরকার কর্তৃক গণহতার ঘটনা চাপা দেয়া হয়েছিল ময়লার স্তুপ দিয়ে। রক্তে রঞ্জিত রাজপথ সুবহে সাদিকের পুর্বেই ধুয়ে দিয়ে নিষ্কলঙ্ক হতে চেয়েছিল বর্তমান নাস্তিক্যবাদী সরকার। কিন্তু পাপ কখনো চাপা থাকেনা। তাই ছাইচাপা আগুন যেমন লেলিহান শিখা হয়ে মানুষের চোখে ধরা , তেমনি ময়লার স্তুপ দিয়ে চাপা দেয়া গণহত্যার নিদর্শন আজ মানুষের চোখে ধরা দিচ্ছে।আস্তে আস্তে ৫/৬ মে'র কালো রাত্রে শহীদী চত্তরে শহীদ হওয়া মানুষদের দেহবশেষ মিলছে। সরকারি বিভিন্ন বাহিনী কর্তৃক ৫ মে মধ্যরাতে হেফাজতের অবস্থান কর্মসূচিতে নিরীহ জনতার ওপর চালানো গণহত্যার পর দেশী-বিদেশী বিভিন্ন মহল ময়লার গাড়িতে করে সংরক্ষিত এলাকায় লাশ গুমের যে অভিযোগ করেছিল ‘শুক্রবার ভোরে রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিসিসি) ময়লার ‘ডাম্পিং স্টেশন’ থেকে বস্তাবন্দি অজ্ঞাতসংখ্যক লাশের কঙ্কাল, মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার ওই অভিযোগকে আরো প্রকট করেছে।
ইসলামী ঐক্যজোট নেতারা বলেন, “আমরা জোর দিয়ে বলতে পারি, একই সঙ্গে একদিনে এতগুলো লাশ একত্রিত করে ময়লার স্তুপে নিক্ষেপের বিষয়টি পরোক্ষভাবে হেফাজতের কর্মীদের লাশ গুমের ঘটনার প্রতি ইঙ্গিত করে।”
বিষয়: বিবিধ
২১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন