হ্নীলার ছদর সাহেব হুজুর আর নাই”আগামীকাল জুহর নামাজের পর হ্নীলা মাদ্রাসা মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৪ জুলাই, ২০১৩, ০৯:২৩:৪৯ রাত



কক্সবাজার জেলার এক দ্বীনের বাতি নিভে গেল , এবং চলে গেলেন না ফেরার দেশে ৷



হ্নীলার ছদর সাহেব হুজুর আর নাই”

===================

প্রক্ষাত ‘আলেমে দ্বীন,মু’হাদ্দীস ও পটিয়ার মুফতী আজিজুল হক্ব রহঃ এর একনিষ্ট খলিফা ক্বুতবে জামান মাওলানা ইসহাক প্রকাশ ছদর সাহেব আজ জুহরের সময় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাঁর বয়স ছিল ৯৭ বছর,আগামীকাল জুহর নামাজের পর হ্নীলা মাদ্রাসা মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

চলুন আমাদের যাদের পক্ষে সম্ভব তারা সবাই দলে দলে মরহুমের জানাযায় শরিক হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি।

তিনি এমন এক আলেম ছিলেন তাঁর ব্যবহার ,এলম ,আমল ,সত্যিই ইষান্নীত এমন আলেম কক্সবাজার জেলায় অদ্বিতীয় ৷ আল্লাহ হুজুরের সকল আমল কবুল করে জান্নাতের মেহমান বানিয়ে দিন আমিন ৷

বিষয়: বিবিধ

২২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File