মসজিদে মানুষ কে পিটানো ও শাস্তি দান

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:১১:০৪ দুপুর



মসজিদে মানুষ কে পিটানো ও শাস্তি দান কত টুকু যুক্তিযুক্ত ? এ প্রশ্নটি এখন সবার মুখে মুখে ও আলোচনার বিন্দুতে পরিনত হয়েছে ৷

সংক্ষিপ্ত ভাবে এক কথায় বলতে চাই ,, দুনিয়ার সব খানে মানুষের ক্ষমতা ,বল প্রয়োগ, শাস্তি প্রয়োগ , ইত্যাদি করতে পারে একমাত্র মসজিদ

ছাডা , মসজিদে কোন শাস্তি দেয়া যাবেনা , এক জন খুনের আসামী ও যদি মসজিদে আশ্রয় নে , তাহলে তাকে ও সরাসরি গ্রেপতার করার বিধান নেই ৷ কারন মসজিদ হলো আল্লাহর ঘর , সেখানে আল্লাহরই বিধান চলবে অন্য কারো নয় ৷ তাছাডা ;; ওয়ামান্ দাখালাহু কানা আমেনাহ্ ; যারা মসজিদে প্রবেশ করবে তারা নিরাপত্তা পাবে ৷

যদিও আয়াত টি বিশেষ পরিপেক্ষিতে নাজেল হলেও হুকুম সকল মসজিদের ক্ষেত্র প্রযোয্য ৷

তবে সেচ্ছায় বাহির হওয়া পর্যন্ত আইন শৃংখলা বাহিনীকে অপেক্ষা করতে হবে , নতুবা এমন কোন কৌশল যেমন খানা-পিনা বিদ্যৎ বন্ধ করে দিতে হবে , বা অন্য কোন বৈধ উপায়ে ছাপ প্রয়োগ করবে যাতে করে সে মসজিদ থেকে বাহির হতে বাধ্য হয় ৷ কিন্তু আজকে আমাদের দেশে যে ভাবে বিরোধী দমনে সোচ্ছার হয়েপাগলা কুকুর কে হার মানায় , আল্লাহর ঘর মসজিদ কে ও সন্মান করা হচ্ছেনা , তাছাডা শরিয়তের মাসালা হলো কোন কেউ নামাজ শুরু করলে গুরুতর কেউ মৃত্যু মুখে পতিত হলে তাকে রক্ষা কররা জন্য নামাজ ছেডে দিতে পারবে , নতুবা নয় , আর সেখানে একটা লোক নামাজ রত আবস্হায় সেখান থেকে ধরে আনা এটা কিসের আলামত ব হন করে ৷নীচের ছবিতে একটু চোখ বুলাইলে আর বুঝতে অসুবিধা হবেনা ৷

এতেকাফ আবস্হায় মাল হাজির না করে ব্যবসা ও করা যায় , রাষ্ট্র প্রধান হলে রাষ্ট্র পরিচালনা ও করতে পারবে ,

মসজিদে বসেই রাস্ট্রের কাজ ও পরিচালনা করেছেন তাতে সন্দেহ নেই , কিন্তু কোন শাস্তি , দন্ড মসজিদে কায্যকর করা হয়নি ,

আমাদের আশা আইন শৃংখলা রক্ষা করী বাহিনীর সদস্যরা নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে যেন , খোদার অভিশাপের কারন হয়ে না দাঁডায়

সে দিকে আবশ্যই লক্ষ্য রাখবেন ৷

,ওয়ামা আলাইনা ইল্লাল্ বালাগ্

বিষয়: বিবিধ

১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File