পবিত্র মাহে রমজান কে জানাই --সূ স্বাগতম

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৭ জুলাই, ২০১৩, ০৯:৪৭:০১ রাত

বছরের অন্যতম ফযীলতপূর্ণ মাস হল রমযান।

পবিত্র রমাদ্বান আমাদের ঠিক দরজার সামনে দাঁড়িয়ে। আমরা মধ্যপ্রাচ্য প্রবাসীরা হয়ত আগামী২৯/৮/১৩৪ হিজরী ৮জুলাই ২০১৩ রোজ সোমবার চাঁদ দেখা গেলে রাতেই তারাওয়ীর সালাত আদায় করবো।

এবং মঙ্গল বারেই ১ম রমজান ,এবং বাংলাদেশে বুধ বারেই হবে ১ম রমজান ইনশাআল্লাহ ,

পবিত্র মৌসুম শুরু হবে সূর্যাস্তের সাথে সাথে। শয়তানকে শৃংখলাবদ্ধ করা হবে আজকের দিনের আলো নিভে যাওয়ার সাথে সাথে। মুমিনের পূণ্যগুলো বহুগুণ বৃদ্ধি পেতে থাকবে দীর্ঘ এক মাস জুড়ে। এমনকি এমন এক রাত মিলবে যা হাজার মাসের চেয়েও উত্তম।

প্রত্যেক মুসলিমের জীবনে রমযানের গুরুত্ব অপরিসীম। রমযান হল পূণ্য অর্জনের শ্রেষ্ঠ মৌসুম। দীর্ঘ এক মাসের রোযা, তারাবী, তাহাজ্জুদ, কুরআন তেলাওয়াত ইফতারী দান -ছদকা জাকাত প্রদান ও অন্যান্য নেক আমলের মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামীনের নৈকট্য অর্জন করে এবং সব ধরনের গুনাহ থেকে বিরত থেকে অর্জন করে হৃদয় ও আত্মার পরিশুদ্ধি।

মাসজুড়ে তাকওয়ার অনুশীলনের মাধ্যমে তৈরি হয় বছরের বাকি দিনগুলো পাপ-পঙ্কিলতামুক্ত থাকার যোগ্যতা।

বান্দার এই অনুশীলনকে যথার্থ ও তার সংযমকে স্বার্থক করার জন্য প্রয়োজন যথাযথভাবে এ মাসের বন্দেগীগুলো আগ্রহের সঙ্গে সঠিকভাবে আদায় করা।

তাই ------------------- পবিত্র মাহে রমজান কে জানাই --সূ স্বাগতম

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File