অবৈধ কর্মীদের ক্ষমা ঘোষণা করল সৌদ, আগামী ৩ জুলাইয়ের মধ্যে বিদেশি কর্মীদের বৈধ হওয়ার আহ্বান
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১২ মে, ২০১৩, ১২:৪৯:৪৮ দুপুর
অবৈধ কর্মীদের ক্ষমা ঘোষণা করল সৌদি
সৌদি সরকার দেশটিতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশসহ বিভিন্ন দেশের কর্মীদের ক্ষমা ঘোষণা করেছে। ফলে কর্মীরা আগামী ৩ জুলাইয়ের মধ্যে ইকামা (কাজের অনুমতিপত্র) পরিবর্তনসহ বৈধ হওয়ার সুযোগ পাবেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সৌদি আরব সফরের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সৌদি সরকারের এ ঘোষণা এলো। গত ৪ মে পররাষ্ট্রমন্ত্রী সৌদি সরকারকে বাংলাদেশি কর্মীদের জন্য ইকামা পরিবর্তনের সুযোগ দেওয়ার অনুরোধ জানান। এ অনুরোধের জবাবে সৌদি উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ক্রাউন প্রিন্স সালমান বিন আবদুল আজিজ, পররাষ্ট্রমন্ত্রী সউদ আল ফয়সাল ও শ্রমবিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার আদেল বিন মুহাম্মদ ফাকিহ দীপু মনিকে বলেছিলেন, খুব শিগগির তাঁরা একটি সুসংবাদ দিতে পারবেন বলে আশা করছেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গত শুক্রবার রাতে ইকামা পরিবর্তনের সুযোগ দেওয়ার ব্যাপারে সৌদি সরকারের ইতিবাচক সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। কূটনৈতিক সূত্রগুলো জানায়, সৌদি সরকার গত শুক্রবার স্থানীয় সময় বিকেলে ওই সিদ্ধান্ত ঘোষণা করে। এরপর সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবারই বিষয়টি জানতে পারে।
আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল চাঁদপুর সফরকালে সাংবাদিকদের জানান, সৌদি সরকার বাংলাদেশের নাগরিকদের আকামা পরিবর্তনের জন্য তিন মাসের সুযোগ দিয়েছে। ইতিমধ্যে তার এক মাস শেষ ধরা হয়েছে। এখন বাকি আছে দুই মাস।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এই সুবিধা দেওয়ায় বাংলাদেশিরা বৈধভাবে কাজ করার সুযোগ নিতে পারবেন। পেশাও বদলের সুযোগ রয়েছে। কেউ যদি কোনো কাজের সুযোগ না পান, অবৈধ থেকে যান, তাঁদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কোনো জরিমানা করা হবে না।'
সূত্র জানায়, সৌদি সরকারের কাছে এ সিদ্ধান্ত ছিল বহুল প্রত্যাশিত। সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত ছয় থেকে সাত লাখ বাংলাদেশি কর্মীর দেশে ফিরে আসার শঙ্কা সৃষ্টি হয়েছিল। এ প্রেক্ষাপটে গত ৪ মে জেদ্দায় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি সৌদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপপ্রধানমন্ত্রী এবং শ্রমমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দেশটিতে অবস্থানরত বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর ভবিষ্যতের জন্য ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করেছিলেন। সৌদি নেতাদের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'প্রতিটি বৈঠকেই তাঁরা (সৌদি নেতারা) আমাদের আশ্বস্ত করেছেন, আমাদের শ্রমিকরা যাতে বৈধ হওয়ার সুযোগ গ্রহণ করতে পারেন সে জন্য তাঁরা ব্যবস্থা গ্রহণ করবেন। তাঁরা আশা করছেন, খুব শিগগিরই আমাদের জন্য কোনো শুভ সংবাদ দিতে পারবেন।'
দীপু মনি বলেন, বাংলাদেশি কর্মীদের স্বার্থ রক্ষার ব্যাপারে সৌদি মন্ত্রীরা বারবার তাঁকে আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইকামা পরিবর্তনের সুযোগ পেলে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা বৈধ হতে পারবেন।
যা আছে সৌদি সরকারের ঘোষণায় : সৌদি স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় গত শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানায়, গত ৬ এপ্রিলের আগে দেশটিতে অভিবাসন ও শ্রম আইন ভঙ্গকারী সব বিদেশির শাস্তি ও জরিমানা মাফ করা হয়েছে। ৬ এপ্রিলের আগে সৌদিতে অভিবাসন ও শ্রম আইন ভঙ্গকারী সব বিদেশি তাঁদের অবস্থানের স্ট্যাটাস ঠিক করার এবং কোনো ধরনের শাস্তি ও জরিমানা ছাড়াই কাজের জন্য অবস্থান করতে পারবেন।
বিবৃতিতে আরো বলা হয়, ক্ষমার সময় (আগামী ৩ জুলাইয়ের মধ্যে) আইন ভঙ্গকারী যেসব বিদেশি চূড়ান্তভাবে সৌদি আরব ছেড়ে যেতে চান, তাঁদের কাজ ও অবস্থানের অনুমতির জন্য প্রদেয় ফি এবং শাস্তি ও জরিমানা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় জানায়, সৌদি আরব ছেড়ে যেতে আগ্রহীদের মধ্যে যাঁদের বৃদ্ধাঙ্গুলের ছাপ নেওয়া হয়নি, তাঁদের নেওয়া হবে। তবে এর ফলে তাঁদের নতুন করে ভিসা নিয়ে সৌদি আরবে যেতে কোনো বাধা থাকবে না।
বিবৃতিতে আরো বলা হয়, যাঁরা পালিয়ে বেড়াচ্ছেন বা যাঁদের অবস্থানের মেয়াদ শেষ হয়েছে, তাঁরা তাঁদের আগের স্পন্সরের অধীনে কাজে ফিরে গিয়ে অথবা বর্তমান স্পন্সরের অনুমতি ছাড়াই স্পন্সরশিপ বদল করতে পারবেন। তবে ১০ বা তারও বেশি কর্মীকে নিয়োগকারীর কাছে স্পন্সরশিপ বদলের অনুমোদন দেওয়া হবে না। কারণ এ ক্ষেত্রে গ্রিন জোনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো 'হলুদ' ক্যাটাগরিতে পড়বে।
বিবৃতিতে বলা হয়, গ্রিন জোনের ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলো ৯ জনের বেশি বিদেশিকে কাজে নিয়োগ দিতে পারবে না। স্পন্সর ও কর্মীদের মধ্যে যেকোনো আর্থিক বিরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করতে হবে।
সৌদি সরকার জানায়, গৃহকর্মীদের মধ্যে যাঁদের বিরুদ্ধে তিনবার পালানোর রিপোর্ট হয়েছে বা দেশটিতে অবস্থানের মেয়াদ শেষ হয়েছে, তাঁরা বর্তমান নিয়োগকারীর অধীনে কাজে ফিরে গিয়ে অথবা স্পন্সরশিপ বদলের মাধ্যমে নিজেদের অবস্থান সম্পর্কিত স্ট্যাটাস সংশোধন করতে পারবেন। পাসপোর্ট বিভাগ স্পন্সরশিপ পরিবর্তন প্রক্রিয়া চূড়ান্ত করবে। তবে স্পন্সরশিপ পরিবর্তন প্রক্রিয়া শেষ হওয়ার পর সৌদি আরবের কোনো পরিবার চারজনের বেশি গৃহকর্মী রাখতে পারবে না।
বিবৃতিতে আরো জানানো হয়, ক্ষমার সময়ের মধ্যে (৩ জুলাই) গৃহকর্মী ও অগৃহকর্মীরা কোনো ধরনের ফি ছাড়াই তাঁদের পেশা পরিবর্তন করতে পারবেন। বর্তমান নিয়োগকারী অনুমতি দিলে বৈধ গৃহকর্মীরা তাঁদের সস্পন্সরশিপ বেসরকারি খাতের ব্যবসা প্রতিষ্ঠানে বদল করতে পারবেন। ক্ষমার সময়ের নিয়মাবলির পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী, শ্রম বিভাগ স্পন্সরশিপ পরিবর্তন চূড়ান্ত করবে।
সৌদি স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় জানায়, ২০০৮ সালের ৩ জুলাইয়ের আগে হজ বা ওমরাহ পালন করতে সৌদি আরবে এসে যাঁরা আর ফিরে যাননি, তাঁরা তাঁদের অবস্থানের স্ট্যাটাস সংশোধন করতে পারবেন এবং বেসরকারি খাতে কাজ নিতে পারবেন বা গৃহকর্মী হিসেবে কাজ করতে পারবেন। সৌদি আরবে অবৈধভাবে প্রবেশকারীরা ক্ষমার আওতায় পড়বেন না।
ক্ষমার সময়ের মধ্যে নিতাকাত জোনে বিদেশি কর্মীরা তাঁদের অবস্থান সম্পর্কিত স্ট্যাটাস সংশোধন করতে পারবেন। মানবসম্পদ বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক, জনবল ও কর্মীবিষয়ক ব্যবস্থাপক, কর্মী সম্পর্কবিষয়ক ব্যবস্থাপক, বিশেষজ্ঞ, কেরানি, অভ্যর্থনাকারী, কোষাধ্যক্ষ, নিরাপত্তারক্ষী, শুল্ক বিভাগের কর্মী, নারীদের পণ্যের দোকানে নারীকর্মীর পদগুলোতে সৌদিরা কাজ করবেন।
সৌদি সরকার জানায়, বিদেশি কর্মীদের সৌদিতে অবস্থান বৈধ করতে নিয়োগকারী প্রতিষ্ঠান প্রয়োজনে একই দেশের কয়েকজন কর্মী নিয়োগ দিতে পারবে। বিদেশি কর্মীদের স্ট্যাটাস (স্পন্সরশিপ পরিবর্তন, পেশা পরিবর্তন প্রভৃতি) অনলাইনের মাধ্যমে সংশোধন করা হবে। কাছের শ্রম অফিস থেকে ওই অনলাইন ব্যবহারের পাসওয়ার্ড পাওয়া যাবে।
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের অভিবাসী কর্মীরা নিয়োগকারী প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে স্পন্সরশিপ পরিবর্তন বা সৌদি আরব ছাড়তে পারবেন। তবে বিদেশি বিনিয়োগকারী সৌদি আরব ছেড়ে গেলে এবং তাঁর প্রতিষ্ঠান চালানোর জন্য কোনো আইনি প্রতিনিধি না থাকলেই এ সুবিধা পাওয়া যাবে।
সৌদি স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয় ক্ষমার সর্ব শেষ সময় আগামী ৩ জুলাইয়ের মধ্যে বিদেশি কর্মীদের বৈধ হওয়ার আহ্বান জানিয়েছে। ওই সময়ের পরে অবৈধভাবে অবস্থানকারীদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও এক লাখ সৌদি রিয়াল (প্রায় ২০ লাখ টাকা) পর্যন্ত জরিমানা হতে পারে।
বিষয়: বিবিধ
১৭৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন