প্রবাসীরা টিভি ও অন্যান্য খবরের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কেন? প্রবাসে অন্য কিছু যাই হোক না হোক ১০০% জান-মালের নিরাপত্তা আছে
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৯ মে, ২০১৩, ১২:৫৫:০৩ রাত
গভীর রাতে ‘বর্বরতা’, ‘আলেম নিধন’, ‘শাপলা চত্বর ট্রাজেডি’ যে নামেই ডাকা হোক গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে মতিঝিলের ভয়ঙ্কর এ ঘটনা।
***** সম্প্রতি আমাদের দেশে ঘটে যাওয়া পর পর দুটি ঘটনায় { সাভার ট্রাজেডি ও শাপল চত্বর ট্রাজেডি } যেখানে হাজারো মানুষের মৃত্যু আহত ও গূম হওয়ার ঘটনায় আমাদের সকলের হ্রদয়কে ও নাডা দিয়েছে ,
টিভি অনলাইন আর পত্রিকার পাতা খুললে চোখের পানি ধরে রাখতে পারিনা ৷
অনেক
প্রবাসীরা বলছেন ,বলতে শুনেছি , টিভি ও অন্যান্য খবরের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, কারন হত্যা জালাও পোডাও সরকারী দলের জুলুম অত্যচারের খবর ছাডা আর কোন খবরই শুনতে পাওয়া যায়না ৷ এ জন্যই অনেকে টিভিও খুলছেনা ,
***************************
আবার অনেকে বিশেষত শাপলা চত্বরে অন্ধকার রাত্রে এবাদত রত ও ঘুমের মধ্যে সরকারের রক্ষিবাহিনী ধারা হেফাজতের বিবৃতি ও আন্তর্জাতিক মিডিয়ার খবর মোতাবেক ৩০০০ নরীহ নিরস্র আলেম ওলামাদের হত্যা ১০ হাজারের মত আহত ও১ হাজারের মত গুম হওয়ার ঘটনায় আমরা ব্যথিত মর্মাহত দুঃখীত যা ব্যখ্যা করার ভাষা আমাদের নেই ৷
*****
আল্লাহ যেন সকল মৃত আলেমদের কে শহিদী মর্যাদা দান করেন এবং আহতদের দ্রুত আরোগ্য ওগুম হওয়া আলেম গন যেন পুনঃ জীবন পায় এটাই দোয়া করি ৷***
***আমি ও আমার এক সহ কর্মি সহ আর অন্যদের খবর ও নিয়ে দেখেছি এত গুলো আলেমের হত্যায় আমরা রিতীমত দৈনন্দিন কাজ কর্ম ও করতে পারছিনা , খানার টেবিলে খানা যেন আমাদের কে না বলে বিদায় জানায় ,
আবার অনেকেই যারা টিভি আর অনলাইনের খবর না দেখলে পেটের ভাত হজম হতোনা এমন লোক টিভি ও অন্যান্য খবরের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, ,মনে হয় যেন সব দিকেই হতাসার ছাপ ৷
আর প্রবাসীদের অনেকে সমপ্রতি
দেশে যাওয়ার জন্য টিকেট কেটে ও বাতিল করছে বলে খবর পাচ্ছি ,
কারন দেশে বিরাজমান পরিস্হিতিতে জান-মালের নিরাপত্তা বলতে কিছুই নেই ,
সব খানেই হাহা কার
কান্নার রোল
হতাশা আর হতাশা ,
আর প্রবাসে অন্য কিছু যাই হোক না হোক ১০০% জান-মালের নিরাপত্তা আছে
এ কারনে দেশে যাওয়ার জন্য টিকেট কেটে ও বাতিল করছে বলে খবর পাচ্ছি ৷
***
আমরা চাই আমাদের স্বাধীন বাংলাদেশ যেন কারো কারায়ত্বে চলে না যায় ,
সব ক্ষেত্রেই সব ধর্মের লোক যেন ভাই ভাই হিসাবে আর্তমর্যাদা নিয়েই বাঁচতে পারি ,এটাই কামনা আল্লাহর দরবারে
বিষয়: বিবিধ
১৮২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন