আল্লামা আহমদ শফি , হেলিপ্যাডে চড়ে বগুডা ভ্রমন নিয়ে চুলকানী আর মাজার পূজারীগো নিয়া কোন কথা হবেনা

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০২ মে, ২০১৩, ০১:৩৬:৫৮ দুপুর

আল্লামা আহমদ শফি , হেলিপ্যাডে চড়ে বগুডা ভ্রমন



ব্লগার নীল জোছনা ,

আজকে এক পোষ্টে জানতে চেয়েছেন আল্লামা আহমদ শফী হেলিপ্যাডে চড়ে সারাদেশে ভ্রমনের টাকার উৎস কোথায় ?এসংক্রান্ত লিংক নিচে দেয়া আছে ৷

উক্ত পোষ্টে করা পাঠকের কয়েকটি মনতব্য হুবহু এখানে তুলে ধরা হলো

এর পূর্বে সংক্ষিপ্ত ছোট একটি ঘটনা বর্ননা করবো তাতে কারো চুলকানির চিকিৎসাও হয়ে যাবে ,আর বুঝতে অসুবিধা হবেনা।

========্

একবার দুবাইর শেখ যায়েদ , আবুল হাছান আল্ নদভী রঃ এর কাছে চিঠি লেখলেন যেন তিনি রমজানে শেখের মসজিদে এতেকাফ নেন,তাতে তিনি সহ অন্যান্যরা ঊনার থেকে কিছু উপকৃত হবেন,ওয়াজ নছিহত শুনবেন ইত্যাদি ৷ কিন্তু নদভী রঃ রাজী হচ্ছিলেন না কারন বৃদ্ধ বয়সে রমজানে এত টুকু দূরে গিয়ে এতেকাফ করা সত্যিই কষ্ট কর ৷তাছাডা উনার বক্তরাও চান যেন হযরত এখানেই থাকুন৷

**

পরবর্তিতে শেখ কিছুতেই মানছিলেন না , কিন্তু পরে লখনো বিমান বন্দর ইমিগ্রেশন না থাকা সত্বেও শেখের অনূরোধে দিল্লী থেকে স্পেশাল ভাবে , বিশেষ ব্যবস্হাপনায় কয়েক ঘন্টার জন্য ইমিগ্রেশন গ্রুপ স্হানান্তর করে , পুরো একটি বিমান দুবাই থেকে সার্জ করে হযরত কে দুবাইতে আনা হয় ৷

এ রকম হাজারো উদাহরন আছে যারা আল্লাহ ওয়ালা নায়েবে রসুলদের জন্য , তাদের ডাকে সাডা দিয়ে নিজের জীবন ,মাল,ওদৌলতকে উৎসর্গ করতে প্রস্তুত ৷

মা্ত্র হেলিপ্যাডের চডে ৬৬০০০ হাজার ভাডা করে কি ভাবে বগুডা গেলেন আহমদ শফী এ নিয়ে অনেক নাস্তিকের গায়ের চুলকানিতে ঘা'য়ের সৃষ্টি হয়েছে ৷হেফাজতের আমীর শাহ আহমদ শফীর জন্য এ রকম ৬৬০০০ হাজার নয় , বরং ৬৬কোটি টাকা ব্যয় করার ও লোক নবী প্রমিকদের মধ্যে আছেন ,

তা ছাডা পাকিস্তানের তাহের শাহ { মাজারীদের পীর সাহেব } যখন এ রকম লাল হেলিপ্যাডের চডে বাংলাদেশ ভ্রমন করেন /করছিলেন তখন নীল জোছনা সহ অন্যদের চুলকানী উঠেনাই কেন??????????????????????????????????????????????????????????????????????????? দেখুন তার ছবিও দেয়া হল ৷

উপরের ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে; বর্তমান নাস্তিকদের খুব নিকটাত্মীয় ঊলামায়ে ছু লাল দাড়িওয়ালা জালাল উদ্দিন কাদেরী আমেরিকার তৈরি লাল টুকটুকে অত্যাধুনিক ‘ভেল-৪০৭’ হেলিকাপ্টার যোগে তাহার পাকিস্তানি তাহের শাহকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম এসেছেন…

(ছবি- অক্টোবর ০৯, ২০১১)

এখন আর পাকিস্তান প্রেমী এই মাজার

পূজারীগো নিয়া কোন কথা হবেনা না, কারন

এরা এখন উনাগো বাবা জান আর কি ,৷

মনতব্য সমূহ====================

১, এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : হেফাজতের আমীর শাহ আহমদ শফীর জন্য এ রকম ৬৬০০০ হাজার নয় , বরং ৬৬কোটি টাকা ব্যয় করার ও লোক নবী প্রমিকদের মধ্যে আছেন ,

২, এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : হেফাজত কোন কারো করুনায় চলেনা , কোন বিদেশী প্রভূর তোয়াক্কা করেনা মহান আল্লাহই যথেষ্ট , অযথা মিথ্যা অপবাদ দেয়ার থেকে বিরত থাকুন , আপনাকে ও হেফাজতের কাতারে এসে শামীল হওয়ার দাওয়াত দিচ্ছি

৩, আবু জারীর লিখেছেন : বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে সামান্য কিছু নাস্তিক মুরতাদ বাদে সকলেই হেফাজতের পিছনে। প্রত্যেকে ১ টাকা করে দিলে শুধু হেলিপ্যাড কেন বিমান বন্দর বানান সম্ভব। নাস্তিকেরা থাকে খাওয়ার তালে আর মুমিনেরা দেয়ার তালে। তারা ভোগে নয় ত্যাগে বিশ্বাসী।

ধন্যবাদ।

৪, আবু জারীর লিখেছেন : রাসূল (সঃ) এর কাছে একটা দানের বকরি আসলে তাঁর পরিবার তা জবেহ করে সমস্ত গোস্ত বন্টন করে দেয় শুধু পায়ের একটা নলা রাখে নিজেদের জন্য। এটাই রাসূল (সঃ) এর সুন্নত। রাসূলের অনুসারীরাও তাই করেন। মুসলমানদের সবাই কিন্তু দান অনুদানে চলেনা। অনেকেই দান অনুদান করে এবং বেশুমার করে যা আপনাদের বোদের বাহিরে। আপনাদের বোদ শক্তি যেখানে শেষ মুমিনদের বোদ শক্তি সেখান থেকে শুরু। আপনারা অদেখায় বিশ্বস করেন না তার মানে আপনাদের রেঞ্জ দৃষ্টিসীমার মধ্যে সীমিত। আর মুমিনেরা নগদ যা পাও হাত পেতে নাও এ বিশ্বাসী নয় বরং তারা অদেখা প্রভুর ইশারায় নগদ নারায়নকে পায়ে ঠেলে অদেখা জান্নত প্রাপ্তির জন্য যে কোন ত্যাগ স্বীকার করতে তথা মহা মূল্যবান নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে মুখিয়ে আছে। আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

৫, থাবা নানা লিখেছেন : মাথা খারাপ হয়ে গেছে নাকি? ঘুম হারাম করবেননা। এটা কি বাকশালী লিগের সমাবেশ নাকি। যে দর্শকদের টাকার বিনিময়ে আনতে হবে। আপনারা যারা নিচু মনের মানুষ মনে রাখবেন হেফাজতের সকল ভাই নিজের জীবন ও সম্পদ বিলিয়ে দিয়ে এই জালিম ও নাস্তিকদের দোসর সরকারের পতন দেখতে চায়। আজকের বগুড়ায় যে ৭ লক্ষ মানুষ আসবে ইনশাআল্লাহ তারা প্রত্যেকে যদি ১০ টাকা করে দেয় তা হলে এরকম কয়টা হেলিকপ্টাড় ভাড়া করা যাবে একবার চিন্তা করে দেখুন। আশাকরি আপনারা আর ভ্রান্ত চিন্তা করে ঘুম হারাম করবেননা। নিজেদের শরীরের একটু যত্ন নিন।

৬, আবুল লিখেছেন : হেলিকপ্টার এর ভাড়া সম্পর্কে কোন ধারণা আছে? না থাকলে আগে জাইন্যা লন, তারপরে পটপট করেন। আর জানার আগ্রহ ঘাকলে এই লিংকে গিয়া দেইখ্যা লন-

http://www.greenbanglatours.com/index.php?action=page&id=11

এইখানে ভাড়া দেখাইতাছে ঘন্টায় ৬৬,০০০/- টাকা। বাংলাদেশের ভিতরে যেকোন জায়গায় হেলিকপ্টারে কইরা যাইতে এক ঘন্টার বেশি সময় লাগে না। হেফাজত যত লোক ঢাকায় জড়ো করতে পারছে, তা খেকেই বুঝা উচিত - তাদের শুভাকাঙ্খীরা যদি এক টাকা কইরাও দেয়, তাইলেও এইরকম একশ হেলিকপ্টার ভাড়া করা কোন ব্যাপার না।

৭ , আল সাঈদ লিখেছেন : শাক দিয়ে মাছ ঢাকা। হারামীরা জনগনের হাজার হাজার কোটি টাকা লুটপাট করল, দুর্নীতি করল মাত্র ৬৬,০০০ টাকার হিসাব চায়। কত্ত বড় বেকুব। পাকিস্তান না আফগানিস্তান এ সরকার হিসাব না করে আর মাত্র ৭ মাস পর কিভাবে কারগারে থাকবে সে হিসাব করলে মন্ত্রিরা একটু রেহাই পাবে।

ব্লগার নীল জোছনা লিংক -

http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/4363/Neeljosona/13826#64503

বিষয়: বিবিধ

৪৬৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File