ইসলামের বিরুদ্ধে ভাড়া করে মাঠে নামানো হচ্ছে তাদের মুখোশ উন্মোচন করুন এভাবে
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৯ এপ্রিল, ২০১৩, ০৪:৩২:১৯ বিকাল
সমাবেশের ডাক দিয়ে চট্টগ্রামে যাদেরকে হেফাজতে ইসলামের বিরুদ্ধে ভাড়া করে মাঠে নামানো হচ্ছে তাদের মুখোশ উন্মোচন করুন এভাবে:
১) ফতোয়া নিষিদ্ধের রায়ের বিরুদ্ধে আন্দোলনে তাদের কী ভূমিকা ছিল?
২) কোরআন বিরোধী নারীনীতি আন্দোলনে তারা কী অবদান রেখেছিল?
৩) ধর্মহীন শিক্ষানীতি বিরোধী আন্দোলনে তাদের অবস্থান কী ছিল?
৪) 'কাদিয়ানীদের অমুসলীম ঘোষণা' আন্দোলনে তাদের কী ভূমিকা রয়েছে?
৫) তসলিমাকে বিতাড়িত করতে তারা কী মাঠে নেমে ছিলেন?
৬) বাবরী মসজিদ লংমার্চে তারা কোথায় ছিলেন?
৭) দ্বীনের শত্রুদের আঘাতে তাদের একজনও কী শহিদ হয়েছেন?
৮) আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে গিয়ে তাদের কোন আলেমের বিরুদ্ধে কী একটি মামলাও আছে? রিমান্ড,জেল,ফাসি তো দূরের কথা!
৯) নবীর অবমাননা কারী মার্কিন চলচ্চিত্রের বিরুদ্ধে তারা কতটুকু প্রতিবাদ করেছিলেন?
১০) প্রতিবেশি দেশ মায়ানমার ও ভারতে মুসলিম নিধনের বিরুদ্ধে তারা কী কখনো সোচ্চার ছিলেন?
এদের মূল ধর্ম বিশ্বাস ৩ টি-
১. হযরত মুহাম্মদ (স.) আল্লাহর নূরে সৃষ্টি বা আল্লাহর সত্ত্বার অংশ.
২. হযরত মুহাম্মদ (স.) আল্লাহর ন্যায় হাজির নাজির তথা সর্বত্র বিরাজমান সর্বদ্রষ্টা.
৩. হযরত মুহাম্মদ (স.) আলিমূল গাইব তথা সর্বজ্ঞ।
এ তিনটি অমার্জনীয় শির্ক ছাড়া ও তারা মাজার পুজা ও পীর পুজা সহ সহস্রাধিক শির্ক ও বিদাতে লিপ্ত রয়েছে , আর তাদের এ সকল শের্ক ও বেদাতের বিরোধীতা করার কারনে তারা বাংলাদেশের হেফাজতে ইসলাম তথা দেওবন্দী (কওমী) ওলামায় কেরাম ও জামাতে ইসলামীর ওলামায় কেরাম সহ সমগ্র মুসলিম বিশ্বকে কাফের বলে গালাগালি করে। এদের হাতেই বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন ও বাইতুল মুকার্রাম বন্দি আছে
*****************************************************
আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও আহলে হাদীস বনাম ওহাবীদের মধ্যে পাথক্য
http://351224351224.blogspot.com/2013/04/blog-post_22.htm
***************************************************
আসলে ওহাবী কারা
http://351224351224.blogspot.com/
********************************************************
ভারত উপমহাদেশের নামধারী সুন্নী ও অপরাপর সুন্নী গ্রুপের (দেওবন্দী, সৌদী ওহাবী)মাঝে বিদ্যমান মতপার্থক্যসমূহ
***************************************************
http://351224351224.blogspot.com/2013/04/blog-post_28.html?spref=fb
********************************************************
আমাদের নবী সাঃ নূরের নবী ‘মাটির নবী' বিতর্কের অবসান কবে হবে ?
http://351224351224.blogspot.com/2013/03/blog -post_3851.html
***************************************************
বিষয়: বিবিধ
১৯৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন