রেজভী দের ধর্ম বিশ্বাস সমূহ

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০২ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:০০:৫৫ দুপুর

জামাতে ইসলাম ও হেফাজতে ইসলামের বিরুদ্ধে আন্দোলন কারী নামধারী সুন্নী (মূলত মুশরীক রেজভী) দের ধর্ম বিশ্বাস সমূহ

এদের মূল ধর্ম বিশ্বাস ৩ টি-

১. হযরত মুহাম্মদ (স.) আল্লাহর নূরে সৃষ্টি বা আল্লাহর সত্ত্বার অংশ.

২. হযরত মুহাম্মদ (স.) আল্লাহর ন্যায় হাজির নাজির তথা সর্বত্র বিরাজমান সর্বদ্রষ্টা.

৩. হযরত মুহাম্মদ (স.) আলিমূল গাইব তথা সর্বজ্ঞ

****************

এ তিনটি অমার্জনীয় শির্ক ছাড়া ও তারা মাজার পুজা ও পীর পুজা সহ সহস্রাধিক শির্ক ও বিদাতে লিপ্ত রয়েছে , আর তাদের এ সকল শের্ক ও বেদাতের বিরোধীতা করার কারনে তারা বাংলাদেশের হেফাজতে ইসলাম তথা দেওবন্দী (কওমী) ওলামায় কেরাম ও জামাতে ইসলামীর ওলামায় কেরাম সহ সমগ্র মুসলিম বিশ্বকে কাফের বলে গালাগালি করে। *****

এদের হাতেই বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন ও বাইতুল মুকার্রাম বন্দি আছে।

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File