প্রবাসী কল্যান মন্ত্রনালয়,পররাষ্ট্রমন্ত্রনালয়, সৌদি আরবে বাংলাদেশ এম্বাসেটর সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বিনীত অনুরোধ

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৯ এপ্রিল, ২০১৩, ০১:৩৯:২৮ দুপুর



গত কয়েকদিন আগে

সৌদি প্রতিনিধি দলের সাথে সুর মিলিয়ে আমাদের শ্রমমন্ত্রীর বক্তব্য রীতিমত হতবাক করেছে প্রবাসীদের। মাননীয় মন্ত্রীর কাছে বিনীতভাবে প্রশ্ন, আপনারা গত চার বছরে সৌদি আরব প্রবাসীদের কি উপকার করতে পেরেছেন? বুকে হাত দিয়ে বলতে পারি সরকারী টাকায় এখানে এসে সময় কাটানো ছাড়া আমাদের জন্য কিছুই করতে পারেননি। আর আজকে সৌদিদের সাথে সুর মিলিয়ে বললেন "সৌদি সরকার অবৈধদের রাখবেনা"। আপনার এই বক্তব্যের নিন্দা জানানোর ভাষা আমার জানা নাই।

প্রবাসীরাতো এখানে বৈধ ভিসা নিয়েই এসেছে অবৈধ কেনই বা হলো ? এ প্রশ্ন কি শ্রম মন্ত্রি মহোদয় করেছেন ? প্রতিনিধি দলের কাছে ৷

জি টু জি পদ্ধতিতে নতুন লোক নিবে ভালই কথা কিন্তু পুরানো দক্ষ লোকদের বেলায় তাদের সূযোগ সুবিধার কপিল ট্রান্সপারের ব্যপারে মন্ত্রি টু শব্দ ও করন নি ৷এ জন্য সকল প্রবাসীরা দুঃখীত মম্রাহত ৷

প্রবাসী কল্যান মন্ত্রনালয়,পররাষ্ট্রমন্ত্রনালয়, সৌদি আরবে বাংলাদেশ এম্বাসেটর সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বিনীত অনুরোধ,

বতমান সৌদি আরবে শ্রম মন্ত্রনালয় কতৃক সংস্কারের অংশ হিসাবে সকল অবৈধ শ্রমিক , ও বিভিন্ন রেড-গ্রীন ক্যাটাগরী কুম্পানিদের কে ৩ মাসের সময় বেঁধে দিয়েছে

এর মধ্যে যাবতীয় কাগজ পত্র ঠিক না করলে বড অংকের জেল-জরিমানা গুনতে হবে উভয় কে ৷

ইতি মধ্যে সকল দল, মত, জাতি, বন ,নিবিশেষে সকল দেশের

লোকেরা তাদের কাগজ পত্র ঠিক করে নিচ্ছেন ,কিন্তু আমরা বাংলদেশীরাই একমাত্র

আসহায় অভিবাবকহীন আবস্হায় কালাতিপাত করছি ৷

আপনারা সৌদি প্রবাসীদের কল্যানে আগে কি করছেন না করছেন তা পিছনে ফেলে এখন থেকেই সৌদি শ্রম মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ স্হাপন করে চলমান কপিল সমস্যার সমাধান টা করতে পারলে লক্ষ লক্ষ দক্ষ্ শ্রমিক এ দেশে কাজ করে , দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অথনৈতিকের চাকা সচল রাখতে সক্ষম হবে ৷

এর সাথে দেশের বেকারত্বের হার ও হ্বাস পাবে , যদি চলমান প্রক্রিয়ায় ১০ লক্ষ লোক দেশে চলে যায় তাহলে দেশের ও সংশ্লি্ট পরিবারের পরিস্হিতী কি দাঁডাবে একটু ভেবে দেখবেন

কি ???????????????

বিষয়: বিবিধ

২৯৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File